৯ মাসে ১৬০ জেনারেল কর্নেল হারিয়েছেন পুতিন

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৫৭, শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১৭ অগ্রহায়ণ ১৪২৯

ইউক্রেনে হামলা চালানো শুরু করার পর থেকে গত ৯ মাসে ১৬০ জন জেনারেল-কর্নেলসহ দেড় হাজারের বেশি সামরিক কর্মকর্তাকে হারিয়েছেন ভ্লাদিমির পুতিন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য উৎস থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে ইউক্রেনের ক্ষেত্রে এ সংখ্যাটি ৫ হাজার ৩৯৭ বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। খবর দ্য ইন্ডিপেনডেন্ট ও হিন্দুস্তান টাইমস।

গত মাসের শুরুর দিকে মার্কিন শীর্ষ জেনারেল মার্ক মিলি বলেছিলেন, ৯ মাসের এই যুদ্ধে উভয়পক্ষের এক লাখ করে সেনা সদস্য হতাহতের শিকার হয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সম্প্রতি দাবি করেন, রাশিয়া এ যুদ্ধে ৮৭ হাজারের বেশি সেনা হারিয়েছে। ইউক্রেনে রাশিয়ার প্রচুর অস্ত্রশস্ত্র ও সামরিকযানের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপুলসংখ্যাক সেনাসদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৬০ জন জেনারেল ও কর্নেল রয়েছেন।

Share This Article


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছে ৫০ হাজারের বেশি রুশ সেনা

কারাগার থেকে গৃহবন্দী সু চি

লেবাননে তিন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে বিক্ষোভ

ইসরায়েল হামলা চালালে এবার সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান

ইরানের হামলার জবাব দেওয়া হবে: ইসরায়েল সেনাপ্রধান

ফ্লাইওভার থেকে যাত্রীবাহী বাস পড়ে নিহত ৫, আহত ৪০

ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল?

ইসরায়েলকে সহযোগিতার কথা অস্বীকার করছে সৌদি আরব

ইসরায়েল ইরানকে পাল্টা আঘাত করবে, তবে কখন করবে তা অনিশ্চিত : নিরাপত্তা বিশ্লেষক

পরিস্থিতি আরও উত্তপ্ত না করতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাজ্যের

ইরানি হামলায় ইসরায়েলের আত্মবিশ্বাস ধূলিসাৎ