১০০ দিনে ১০০ বিলিয়ন ইউরো আয় করেছে রাশিয়া!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৮, সোমবার, ১৩ জুন, ২০২২, ৩০ জ্যৈষ্ঠ ১৪২৯

নতুন একটি গবেষণায় দেখা গেছে ইউক্রেনে হামলা চালানোর পরবর্তী ১০০ দিনে  নিজেদের জ্বালানি বিক্রি করে ১০০ বিলিয়ন ইউরো আয় করেছে রাশিয়া। খবর বিবিসির।

 

ইনডিপেনডেন্ট সেন্টার ফর রিসার্চ অন এনার্জি এন্ড ক্লিন এয়ার নামে একটি সংস্থা এ গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করেছেন।

তবে মে মাসে রাশিয়ার লাভ কমে গেছে।

সংস্থাটি সতর্কতা দিয়েছে, রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যে সকল নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলোতে হয়ত  ফাঁকফোঁকর থেকে যেতে পারে।

রাশিয়ার তেল এবং গ্যাস রপ্তানি অবশ্য কমছে এবং মার্চ মাসে প্রতিদিন জ্বালানি থেকে যে ১ বিলিয়ন ডলার রাশিয়া লাভ করছিল সেটিও কমে গেছে।

কিন্তু তবুও লাভের পরিমাণ এখনো অনেক বেশি এবং ইউক্রেনে যুদ্ধ করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটির চেয়ে বেশি।

সংস্থাটি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটির বড় একটি প্রভাব রাশিয়ার লাভে ওপর পড়বে।

কিন্তু তারা সতর্কতা দিয়েছে, বিপুল পরিমাণ তেল এখন ভারতের দিকে গেছে। যেগুলো সেখানে পরিশোধন করা হয়েছে এবং বিক্রি করা হয়েছে- এই তেল কেনার ক্রেতার তালিকায় আছে যুক্তরাষ্ট্র ও ইউরোপও।

রিপোর্টে সংস্থাটি আরও জানিয়েছে, রাশিয়া তেলের জন্য নতুন বাজার খুঁজছে। যেখানে তাদের তেল জাহাজে করে পাঠানো হবে। এই জাহাজগুলোর বেশিরভাগ মালিক আবার ইউরোপীয়ান দেশগুলো।

সূত্র: বিবিসি

Share This Article


আরও ১২ জিম্মিকে মুক্তি দিল হামাস

বোমার চেয়ে রোগে মারা যেতে পারেন বেশি ফিলিস্তিনি

বিয়ের আসরেই বউ-শাশুড়িসহ ৪ জনকে গুলি করে হত্যা

আরও দুই দিন বাড়ল গাজা যুদ্ধবিরতির মেয়াদ

গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির দাবিতে হোয়াইট হাউজের সামনে অনশন

হামাসকে কখনই ধ্বংস করা সম্ভব হবে না : কাতারের প্রধানমন্ত্রী

এবার বরখাস্ত হলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে চায় হামাস

দ্বিতীয় দফায় ১৭ ইসরায়েলি জিম্মিকে ছাড়ল হামাস

আরও বাড়ছে হামাসের জনপ্রিয়তা, ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ!

বিরতির প্রথম দিন ১৯৬টি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে গাজায়

ইমরান খানের বিবাহবিচ্ছেদের বিরুদ্ধে করা আবেদন খারিজ