বিএনপি আমলের চেয়ে ছয় গুণ বেশি রিজার্ভ রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৫৫, বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১৫ অগ্রহায়ণ ১৪২৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ‘আমাদের রিজার্ভের অন্যতম যোগানদাতা যারা বিদেশে পণ্য রপ্তানি করে, যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। কেউ কেউ বলেন, আমাদের রিজার্ভ নেই। অথচ বিএনপি আমলের চেয়ে এখন ছয় গুণ বেশি রিজার্ভ রয়েছে। বিএনপির আমলে ছিল ৬ বিলিয়ন ডলার, এখন আছে ৩৬ বিলিয়ন ডলার।’

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুরে আরএ স্পিনিং মিলস লিমিটেডের রোটর ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অনেকেই বলেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে কিন্তু প্রকৃত সত্য হলো বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না। হওয়ার প্রশ্নই ওঠে না। কেননা আমাদের দেশের অর্থনীতি এখন স্বয়ংসম্পূর্ণ, তা শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। তা এতো ঠুনকো নয় যে কচু পাতার পানির মতো ঝাড়া দিলেই পড়ে যাবে। আমাদের শিল্পায়ন বাড়াতে হবে, উৎপাদন বাড়াতে হবে। তবে তা হতে হবে পরিবেশের প্রতি খেয়াল রেখে। বড় ক্ষতি করে আমরা ছোট লাভ চাই না।’

মালিক-শ্রমিকের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘শিল্প কারখানার মালিক ও শ্রমিকদের সম্পর্ক হতে হবে অংশীদারের মতো। কারণ শ্রমিক ছাড়া শিল্প কারখানা চলতে পারে না। আবার শিল্প কারখানা ছাড়া শ্রমিকরাও বেকার হয়ে যাবেন। তাই শ্রমিক ও মালিক একজন আরেকজনের পরিপূরক। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে।’

Share This Article


ঢাকাসহ সব সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে আইরিশ মন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া

রেলের টিকিট কালোবাজারি একটা বিরাট সিন্ডিকেট : রেলমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

‘‌দেশ ও জাতির কল্যাণে বার বার কারাবরণ করেছেন বঙ্গবন্ধু’

১৭মার্চ'র প্রত্যয় :‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’

রোববার ঢাকায় আসছেন আয়ারল্যান্ডের বাণিজ্যমন্ত্রী কোভেনি

সনদ পেলো আরও দুই পরিবেশবান্ধব পোশাক কারখানা

দাতা সংস্থার অনুদানের টাকা 'গ্রামীণ টেলকম- কর্মচারীদের’ কল্যাণে কেন ব্যয় করতে চেয়েছিলেন ড. ইউনূস?

আপাতত ট্রেনের ভাড়া বৃদ্ধি করার পরিকল্পনা নেই: রেলমন্ত্রী

দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় সরকার সোচ্চার: খাদ্যমন্ত্রী