ইনশাআল্লাহ দেশবাসী প্রধানমন্ত্রীকে পঞ্চমবারের মতো নির্বাচিত করবে : পানি সম্পদ উপমন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৩৬, বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১৫ অগ্রহায়ণ ১৪২৯

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলেছেন।

পানিসম্পদ উপমন্ত্রী আজ বুধবার বিকেলে শরীয়তপুর পুজা উদযাপন পরিষদের ‘বিজয়া পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই কেবল বাংলাদেশের সব ধর্মের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বন্ধন অটুট থাকে।

'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে যে ধর্মীয় সম্প্রীতির দেশ গড়েছিলেন' জানিয়ে উপমন্ত্রী বলেন, ‘তা ৭৫ এর পর বিএনপি জোট সরকার ধ্বংস করে দিয়েছিল।

তারা যুদ্ধাপরাধীদের জাতীয় সংসদে নিয়ে ও গাড়ীতে জাতীয় পতাকা দিয়ে জাতিকে কলংকিত করেছিল। ’

তিনি আরো বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পর পর ক্ষমতায় আছে বলেই আজ সব ধর্মের মানুষ মিলে মিশে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করে দেশকে আত্মমর্যাদাশীল স্থানে নিয়ে গেছেন। '

উপমন্ত্রী বলেন, 'ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও দেশবাসী বিএনপির সব ষড়যন্ত্র ও বিনা ভোটে ক্ষমতা দখলের অপচেষ্টা রুখে দিয়ে শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করে আরো উন্নত বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিবেন। '

পানি সম্পদ উপমন্ত্রী অনুষ্ঠানের আগে ভেদরগঞ্জ উপজেলা সমন্বয় সভায় যোগদান ছাড়াও ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ৩০ লাখ টাকার এবং ভর্তুকী মূল্যে ১৬ লাখ টাকর কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

পরে তিনি নড়িয়া উপজেলার ডগরী ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন।  

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন মোদকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য ইকবাল হোসেন অপুসহ আরো অনেকে। সূত্র : বাসস।

Share This Article


জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের মালিকপক্ষের নতুন ঘোষণা

মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ল

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে পুতিনের শুভেচ্ছা

সমৃদ্ধ দেশ গড়ার শপথ

স্বাধীনতা ঘোষণার পাঠক কখনও ঘোষক হতে পারে না: ওবায়দুল কাদের

স্বাধীনতা দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

বিএনপির মুক্তিযুদ্ধ সমাবেশ ভুয়া, এরা পাকিস্তানের দালাল : কাদের

জলবিদ্যুৎ আমদানির জন্য ভুটানের সঙ্গে শিগগিরই চুক্তি হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তা প্রতিষ্ঠায় সংসদীয় কূটনীতিকে কাজে লাগাতে হবে : স্পিকার

‘আমরা খাওয়া বাদ দিয়ে দেওয়ার দিকে মনোযোগ দিয়েছি’

পশ্চিমাঞ্চলের ১৪ হাজার টিকিট বিক্রি শেষ ৩ ঘণ্টায়

উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা করতে বললো ইসি