পায়ের তলার মাটি শক্ত করতে ১০ ডিসেম্বর লাশ চায় বিএনপি!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:০৭, বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১৫ অগ্রহায়ণ ১৪২৯

বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগকে রাজধানীর পার্টি অফিসের সামনেই সমাবেশ করার অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছেন বর্তমান ক্ষমতাসীন দলটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

 

৩০ নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির রাজনৈতিক বিষয়ক এক টক শোতে অংশ নিয়ে এমন অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা।  

এ সময় তিনি বলেন, আমাদের তখন অনুমতি দেয়া হয়েছিল পল্টন ময়দানে।আমরা বাধ্য হয়ে পল্টন ময়দানে সমাবেশ করেছি। এমনকি সেদিন আওয়ামী লীগের ৮ হাজার নেতাকর্মী গ্রেফতার করেছিল ক্ষমতাসীন বিএনপি।

তিনি আরো বলেন, জনস্বার্থের কথা মাথায় রেখেই সরকার বিএনপিকে পল্টনে অনুমতি দেয়নি।কারণ তাদের এই সমাবেশে  জামায়াত ও উগ্রবাদী আরও দল আছে।তারা পল্টনের মতো গুরুত্বপূর্ণ রাজপথে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। যেমনটা ঘটিয়েছিল ২১ আগষ্ট তারেক জিয়ার নির্দেশে।সেরকম ঘটনা ঘটলে দায় কে নেবে?

আসলে ১০ ডিসেম্বর অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করে লাশ চায় বিএনপি।কারণ বিএনপির পায়ের তলায় মাটি নেই।তাই তারা তাদের সকল দোষ সরকারের ওপর  চাপিয়ে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে  চায়।কিন্তু তাদের লাশের দায়িত্ব কে নেবে? সেই কারণেই নিরাপত্তার স্বার্থে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএস কামাল হোসেন।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির গণসমাবেশের স্থান নির্ধারণ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। তবে বিএনপি যে কোনও মূল্যে নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়ঃ বিএনপি

Share This Article


বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা ছিলো না বলেই সরকার পতন হয়নি: শিবির সভাপতি

পুরস্কার নিয়ে ড. ইউনূসের চালাকিতে ইউনেস্কোর বিস্ময়!

মুজিবনগর সরকারের দক্ষতায় ৯ মাসে হানাদার মুক্ত হয় বাংলাদেশ

সামরিক শাসকের অধীনে রাজনীতিতে যুক্ত হওয়া ইউনূসের মুখে গণতন্ত্র!

ফের বিএনপি জামায়াত সম্পর্ক: উদ্বিগ্ন বিদেশি কূটনীতিকরা

বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হলে বাড়বে গোপন তৎপরতা, মত শিক্ষাবিদদের

প্রসঙ্গ বুয়েট: ছাত্র রাজনীতি বন্ধের প্রচেষ্টা দেশের জন্য স্থায়ী অকল্যাণ বয়ে আনবে

বেগম জিয়ার ঘনঘন ‘ফিরোজা টু এভার কেয়ার’ রহস্য উন্মোচন!

যে কারণে অপসারণের আগেই গ্রামীণ ব্যাংক ছাড়তে চেয়েছিলেন ড. ইউনূস

মঈনুদ্দিন-ফখরুদ্দিন নয়, 'মাইনাস টু ফর্মুলা’র জনক ছিলেন ইউনূস!

ড. ইউনূসের পক্ষে আইনকানুন ও যুক্তির ব্যবহার নেই, আছে আবেগের বাড়াবাড়ি

আর রাখঢাক নয়: ফের প্ৰকাশ্য হচ্ছে বিএনপি-জামায়াত সম্পর্ক!