সাভারে চুরি হওয়া ৫ মাসের শিশু সিলেট থেকে উদ্ধার

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:১৩, বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১৫ অগ্রহায়ণ ১৪২৯

সাভার থেকে চুরি হওয়া ৫ মাসের শিশুকে ৪ দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুর নাম সামাদ। সে মোন্নাফ খান ও নাজমা বেগমের সন্তান। বুধবার (৩০ নভেম্বর) সকালে সাভার মডেল থানা পুলিশ সিলেট থেকে শিশুটিকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, রোববার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সাভার বাজার রোডের ডাচ-বাংলা ব্যাংকের পেছনে নুরন্নাহার চৌধুরীর বাসা থেকে শ্রমিক দম্পতি মোন্নাফ খান ও নাজমা বেগমের সন্তান চুরির ঘটনা ঘটে। 

সকাল ১১টা ৪৫ মিনিটে ওই বাড়ির সামনে একটি দোকানের সিসি ক্যামেরায় শিশু সামাদকে এক নারী দ্রুত নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। এ ঘটনার পরদিন সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন শিশুর বাবা মোন্নাফ খান।

তিনি আরও জানান, এ ঘটনায় এক আসামি তারমিম পলাতক, অপর দুই আসামিকে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তার শারমিন আরা ও আবদুল্লাহ রাজশাহী জেলার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার বিনোদবাইদ এলাকার নূর নাহার চৌধুরীর ভাড়া বাসা থেকে চাকরি করেন মোন্নাফ খান ও নাজমা দম্পতি। 

গত ২৭ নভেম্বর ভোরে পাঁচ মাস বয়সী শিশু সন্তানকে প্রতিদিনের মতো তার নানি জামেনা খাতুনের কাছে রেখে তারা কর্মস্থলে যান।

দুপুর পৌনে ১২টার দিকে ওই শিশুকে পাশের কক্ষের ভাড়াটিয়া তারমিম আক্তার মিমের কাছে রেখে কাপড় ধুতে যায় তার নানি। এই সুযোগে প্রতিবেশী তারমিম আক্তার শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

বিষয়ঃ অভিযান

Share This Article


বিশ্ববাজারে সোনার দাম কমেছে

সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিলো সরকার

বিএনপি নেতা হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত

কেউ মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ব্যাংকে আমানত বেড়েছে ১০ দশমিক ৪৩ শতাংশ

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জিডিপি কমার পূর্বাভাসে চিন্তার কিছু নেই: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল

মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল

লেবাননে তিন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

দেশজুড়ে বইছে তাপপ্রবাহ, গরম আরও বাড়ার আভাস