রোহিঙ্গা নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:১৫, বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১৫ অগ্রহায়ণ ১৪২৯

কক্সবাজারের উখিয়ায় 'আধিপত্য বিস্তারের জেরে' গুলি করে ও কুপিয়ে এক রোহিঙ্গা নেতাকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

নিহত মো. শাহাব উদ্দিন (৩৫) বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকের বাসিন্দা মনির আহমদের ছেলে। তিনি ওই সাব-মাঝির (উপ-কমিউনিটি নেতা) দায়িত্বে ছিলেন।

সোমবার ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে তিনি বলেন, ভোরে উখিয়ার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকে মো. শাহাব উদ্দিনকে তার বসত ঘরের পেছনের দরজা ভেঙে ২০ থেকে ৩০ জনের অজ্ঞাত দূর্বৃত্তের দল বের করে আনে। এসময় তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে দুষ্কৃতিকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে শাহাব উদ্দিনের মৃত্যু হয়। হামলায় শাহাব উদ্দিনের বুক ও পেটে ধারালো অস্ত্রের আঘাত এবং গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন দেখা গেছে।'

প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, 'সোমবার বিকেলে নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।'

Share This Article


চলবে তাপপ্রবাহ, আরও ৩ দিনের হিট অ্যালার্ট

মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মার্কিন সিনেটে ইউক্রেন-ইসরায়েল সহায়তা বিল পাস

প্রচণ্ড গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সতর্ক থাকার পরামর্শ

তীব্র দাবদাহ, লবণাক্ততা বৃদ্ধি সেচের পানিসংকট

তাপদাহে অস্বস্তিকর প্রহর কাটাচ্ছেন মানুষ

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

গাজীপুরে মহাসড়কের পাশে মৃত হাতি

প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাচ্ছেন আজ