বিএনপির ঢাকা সমাবেশে কোনও প্রতিবন্ধকতা থাকবে না: ওবায়দুল কাদের

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৩০, মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১৪ অগ্রহায়ণ ১৪২৯
  • বিএনপির ঢাকা সমাবেশে কোনো বাধা থাকবে না 
  • এগিয়ে আনা হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন
  • সমাবেশের আগে ও পরে পরিবহন চলাচল থাকবে

 

ঢাকায় বিএনপির সমাবেশে  পরিবহন ধর্মঘট না দেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২৮ নভেম্বর দিনাজপুরে দলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মঞ্চে উপস্থিত সাবেক নৌমন্ত্রী, শ্রমিক নেতা ও এমপি শাজাহান খানকে উদ্দ্যেশ্য করে তিনি বলেন, আপনাকে অনুরোধ করবো আপনারা বাসমালিক সমিতি এবং পরিবহন শ্রমিকদের বলে দেবেন ১০ ডিসেম্বর বাস বন্ধ থাকবে না। সমাবেশের আগে ও পরে সব পরিবহন চালু রাখবেন।

তিনি আরো বলেন, বিএনপির সমাবেশে কোনো বাধা দেওয়া হবে না তবে বিশৃঙ্খলা হলে তার প্রতিবাদ করা হবে। শুধু বিএনপির সমাবেশের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ পরিবর্তন করে এগিয়ে আনা হয়েছে। তবে এটি বিএনপির আন্দোলনের ফসল নয়, এটি শেখ হাসিনার উদারতা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি তো প্রতিটি সমাবেশে বিশাল জনসমাগমের কথা বলেন। দিনাজপুরে এসে দেখে যান সমাবেশ কাকে বলে। তাহলে নদী ও সমুদ্রের ঢেউয়ের মধ্যে পার্থক্য দেখবেন।  

ডিসেম্বর থেকে খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে। ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন আর হবে না বলেও জানান ওবায়দুল কাদের।

Share This Article


বেগম জিয়ার ঘনঘন ‘ফিরোজা টু এভার কেয়ার’ রহস্য উন্মোচন!

যে কারণে অপসারণের আগেই গ্রামীণ ব্যাংক ছাড়তে চেয়েছিলেন ড. ইউনূস

মঈনুদ্দিন-ফখরুদ্দিন নয়, 'মাইনাস টু ফর্মুলা’র জনক ছিলেন ইউনূস!

ড. ইউনূসের পক্ষে আইনকানুন ও যুক্তির ব্যবহার নেই, আছে আবেগের বাড়াবাড়ি

আর রাখঢাক নয়: ফের প্ৰকাশ্য হচ্ছে বিএনপি-জামায়াত সম্পর্ক!

ঈদকে সামনে রেখে আগত মৌসুমী ভিক্ষুকদের সাথে রিজভীর সাক্ষাৎ!

শামীম ইস্কান্দারের প্রশ্ন : খালেদা জিয়ার স্বার্থেই কি বিএনপি নির্বাচনে যেতে পারতোনা?

আল্লাহ কার কথা শুনবেন: ইউনুসের নাকি নির্যাতিত ঋণ গ্রহীতাদের?

নোবেল কমিটি জানতো ইউনূসকে, জানতোনা ক্ষুদ্র ঋণের আদ্যোপান্ত !

এরশাদ-খালেদা জিয়া সরকারের প্রশ্রয়েই বেপরোয়া হবার সুযোগ পান ইউনূস!

অপরাধ ঢাকতে নোরাড প্রধানের কাছে দেয়া চিঠিতে ড. ইউনুস যা লিখেছিলেন

যৌথভাবে শান্তিতে নোবেল পেলেও কেন গ্রামীণ ব্যাংক আড়ালে চলে গেল?