রোবট বলছে জিতবে ব্রাজিল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৭, সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১৩ অগ্রহায়ণ ১৪২৯

সুইজার‌ল্যান্ডের বিপক্ষে ব্রাজিল জিতবে অনেকের সেই বিশ্বাস আছে। অনেকে আবার আছেন শঙ্কায়, পরিসংখ্যান তো বলছে ম্যাচ শেষ হতে পারে সমতায়।

 

তবে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার রোবট সফটওয়্যার ‘কাশেফ’ আজকের ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৬ শতাংশ। আর ড্র হওয়ার সম্ভাবনা ২৮ শতাংশ। আর সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১৬ শতাংশ। এখন পর্যন্ত কাশেফের করা ৭১ শতাংশ ভবিষ্যদ্বাণী মিলে গেছে।

কাশেফ মূলত ৩২ দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা ও অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে ভবিষ্যদ্বাণী করে। এ জন্য প্রায় ২০০ ধরনের এক লাখ তথ্যের একটি তথ্যভাণ্ডার তৈরি করেছে আল-জাজিরা। গুগল ক্লাউডে থাকা এসব তথ্য দ্রুত পর্যালোচনা করে প্রায় ৭১ শতাংশ নির্ভুল ভবিষ্যদ্বাণী করছে কাশেফ।

বিষয়ঃ ফিফা

Share This Article