জাপান-কোস্টারিকা ম্যাচ শুরু

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪০, রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১২ অগ্রহায়ণ ১৪২৯

সুযোগ মিস:

ম্যাচের ৩ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল জাপান। কিন্তু রিতসু দোয়ানের নেওয়া শট বাম পাশ দিয়ে চলে যায়। তাকে বল বাড়িয়ে দিয়েছিলেন আয়াসে উয়েদা।

 

আহমেদ বিন আলী স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

জাপানের একাদশ:

শুচিগোদা, মায়া ইয়োশিদা, কোইতাকুরা, ইউতো নাগাতোমো, মিকিয়ামানে, দাইচি কামাদা, হিদেমাসা মরিতা, ওয়াতারু এন্ডো, আয়াসে উয়েদা, ইউকিসোমা ও রিতসু দোয়ান।

কোস্টারিকার একাদশ:

কিলর নাভাস, ফ্রান্সিসকো ক্যালভো, অস্কার ডুয়ার্তে, ব্রায়ান ওভিডো, কেন্ডাল ওয়াস্টন, ইয়েলতসিন তেজেদা, সেলসো বোর্হেস, গেরসন টরেস, কিশার ফুলার, অ্যান্টনি কনটেরাস ও জোয়েল ক্যাম্পবেল।

জাপান তাদের প্রথম ম্যাচে জামার্নিকে হারিয়েছিল ২-১ ব্যবধানে। অন্যদিকে কোস্টারিকা তাদের প্রথম ম্যাচে স্পেনের কাছে উড়ে গিয়েছিল ৭-০ গোলে। আজ জাপান জিতলে নকআউট পর্বে এক পা দিয়ে রাখবে তারা।

কোস্টারিকার বিপক্ষে অবশ্য কখনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি জাপান। দুই দল প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবার, কখনও হারেনি জাপানিরা। চারটি জয়ের বিপরীতে একটি ড্র। সবশেষ সাফল্য ২০১৮ সালের সেপ্টেম্বরে ৩-০ গোলের জয়।

পরিসংখ্যান দিয়ে জাপানিরাই আজকের ম্যাচের ফেভারিট। ২০১৪ সালের কোয়ার্টার ফাইনালিস্ট কোস্টারিকা এই ম্যাচ হারলেই বাদ পড়ে যাবে। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জার্মানি। সে ম্যাচে অঘটন ঘটাতে পারলে ভিন্ন কথা, কিন্তু হারই প্রত্যাশিত। তাই জাপানের বিপক্ষে জিতে সমর্থকদের আনন্দ উদযাপনের শেষ সুযোগ হাতছাড়া করতে চায় না মধ্য আমেরিকার দেশটি।

বিষয়ঃ ফিফা

Share This Article

কোনো প্রার্থীর প্রচারে থাকলে এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা: ইসি আলমগীর

‘প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা’

মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান-পাকিস্তানের

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে পাকিস্তানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

পাটশিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে : নানক

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা

উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভ

রাশিয়ায় দুর্নীতির অভিযোগে উপপ্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তার

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!