বিএনপি'তে বিদ্রোহ: ফখরুল হঠাতে তারেককে চিঠি!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫৩, রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১২ অগ্রহায়ণ ১৪২৯

গত আগস্ট থেকে বিভিন্ন দাবিতে আন্দোলন করে যাচ্ছে রাজপথের বিরোধী দল বিএনপি। চলমান বিভাগীয় সমাবেশ চলকালীন গণমাধ্যমে দলটির মহাসচিবের সঙ্গে একাংশের মতবিরোধ, নেতৃত্বের প্রশ্নে বিভাজনসহ বেশ কিছু প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে। 

এরই মাঝে সম্প্রতি সংবাদমাধ্যমসহ গণমাধ্যম কর্মী ও সামাজাকি যোগাযোগ মাধ্যমে বিএনপির অফিসিয়াল প্যাডে দলটির মহাসচিব ফখরুলকে হঠাতে তারেক রহমানকে দেয়া একটা চিঠি ভাইরাল হয়েছে।

চিঠিতে বলা হয়, 'বর্তমান সরকারের পতন নিশ্চিত করতে বিএনপি চলমান বিভাগীয় সমাবেশ করছে। আমাদের এই ত্যাগ স্বীকার ও সমাবেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জন্য বাধাগ্রস্ত হচ্ছে। ফখরুল সাহেব রাজনৈতিক বার্ধক্যে উপনীত। আন্দোলন গড়ে তুলতে তার অপারগতা, সরকারের সঙ্গে গোপন আতাঁত, দলীয় গোপন তথ্যপাচারের মত কর্মকান্ডে তিনি জড়িত এবং ইতিমধ্যে এসব কর্মকান্ডের প্রমানও আমাদের কাছে রয়েছে। 

এমতাবস্থায় তাকে মহাসচিবের মত পদে রাখা কতটা যৌক্তিক তা বিবেচনা করবেন।

চিঠিটিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বাবায়ক আব্দুল আলী নকি এবং পাশাপাশি আরও মহানগর তৃনমূলের পাঁচজন নেতার নামে সাক্ষর সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, একুশে টেলিভিশনে কর্মরত গণমাধ্যম ব্যক্তিত্ব  পূণিয়ার খান চিঠির বিষয়টি নিশ্চত করে তার ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন যা পরবর্তিতে সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Share This Article


চারিদিকে আগুন: নাশকতা নয়তো কি?

মধ্যবর্তী নির্বাচনের আলাপ আমলে নিচ্ছে না কেউই!

রমজানে নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রলীগের ৮ নির্দেশনা

বিএনপির বন্দিরা রাজবন্দী না অপরাধী?

একদিনেই আ. লীগের ৮ হাজার নেতাকর্মী গ্রেফতার করেছিল বিএনপি!

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার 'আব্বাসীয় তত্ত্বে' ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা!

কর্মীদের হতাশা কাটাতে রমজান মাস জুড়ে বিএনপির ‘ইবাদত-বন্দেগী’ কর্মসূচী!

‘রমজানে বিএনপি যত কর্মসূচি দেবে তত জনবিচ্ছিন্ন হবে’

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম মারা গেছেন

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক সোমবার

শেখ হাসিনার হাতেই গণতন্ত্র নিরাপদ: ওবায়দুল কাদের

জিএম কাদের বেইমানি করেছেন: রওশন