সুযোগ লুফে নিলেন লিটন দাস

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:১৫, রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১২ অগ্রহায়ণ ১৪২৯

শনিবার (২৬ নভেম্বর) সকাল থেকে লিটন দাস ছিলেন বিসিবি উত্তরাঞ্চলের অনুশীলনে। সেই পর্ব শেষ করে ছুটলেন তিনি বাংলাদেশ ক্রিকেট দলের ঐচ্ছিক অনুশীলনে। ইনডোরের নেটে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে নিবিড় সময় কাটালেন। কাজ করলেন ব্যাটিংয়ের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একদিনের ম্যাচের সংস্করণে দুইটি ম্যাচ খেলে রান পাননি লিটন। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার আরেকটি সুযোগ তার আছে।

শনিবার সকালে প্রায় দুই ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে অনুশীলন করেন তিনি। পরে জাতীয় দলের প্রধান কোচের সঙ্গে কাজ করার সুযোগটাও লুফে নেন দুই হাতে। ডমিঙ্গোর পাঠশালায় প্রায় এক ঘণ্টা মনোযোগী ছাত্র হয়ে থাকেন এই স্টাইলিশ ব্যাটসম্যান।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে শনিবার ছিল জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। যেখানে ছিলেন না বেশির ভাগ ক্রিকেটার। তবে কোচিং স্টাফের প্রায় সবাই বেলা ১২টার আগে থেকে উপস্থিত ছিলেন শের-ই বাংলার ইনডোরে। এর বাইরে কোনো নেট বোলারকে ডাকা হয়নি।

কখনও জাতীয় দলের থ্রোয়ার রমজান, কখনও নাফিস ইকবাল, কখনও আবার ডমিঙ্গো নিজেই থ্রো করেন লিটনের নেটে। ব্যাটিং শুরুর আগে লিটনকে এক দফা কিছু পরামর্শ দেন ডমিঙ্গো। পরে তিনি দাঁড়িয়ে যান পয়েন্টের দিকে। সেখান থেকে লিটনের ব্যাটিং পর্যবেক্ষণ করে ড্রাইভ শট খেলার ব্যাপারে কিছু কথা বলতে দেখা যায় কোচকে।

পরে ডমিঙ্গো নিজেই থ্রো করার দায়িত্ব নেন। টানা বাউন্সার করতে থাকেন আর দেখিয়ে দেন, ওই ডেলিভারিগুলোতে কীভাবে হাওয়ায় না ভাসিয়ে শট খেলতে হবে নীচে।

এবার বিসিএলের প্রথম রাউন্ড থেকে ছুটি নিয়েছিলেন লিটন। পরের দুই রাউন্ডে হাসেনি তার ব্যাট। আউট হয়েছেন মাত্র ৪ ও ৯ রান করে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬০ রানের ইনিংসটি ব্যতীত বাকি ম্যাচগুলোতে প্রত্যাশা মেটাতে পারেননি তিনি।

বিষয়ঃ তারকা

Share This Article

পর্যাপ্ত বিনিয়োগ সংগ্রহ করতে না পারায় প্রথম স্ত্রী রুশ তরুণী 'ফরোস্টেনকো’কে ডিভোর্স দেন ইউনূস!

ড. ইউনূস ও তার স্ত্রীর নামে আলিশান বাড়িসহ দেশে-বিদেশে বিপুল সম্পদের খোঁজ!

এবার পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা

আগুনে ছুড়ে ফেলা রিজভীর শালটি ভারতের নয়, দেশীয় খাদি শাল

জিএম কাদেরকে শত কোটি টাকার লিগ্যাল নোটিশ

এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী

বিনা চিকিৎসায় মারা যান গ্রামীণ ব্যাংকের প্রথম ঋণগ্রহীতা সুফিয়া খাতুন

স্বাধীনতার ঘোষণাপত্র পাল্টে যেভাবে নিজের নামে চালিয়েছেন মেজর জিয়া

‘যারা পণ্য বর্জনের ডাক দিয়েছেন, তাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি পরেন’

সরকার পতন আন্দোলন থেকে সরে কর্মসূচি নিয়ে দ্বিধায় বিএনপি