রংপুরের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন লুৎফা ডালিয়া

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৩৫, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৯ অগ্রহায়ণ ১৪২৯

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। খোদ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।           

২৩ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

 

২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটির প্রথম নির্বাচনে জিতে মেয়র নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ সরফুদ্দিন আহমেদ ঝণ্টু, যিনি ২০১৮ সালে মৃত্যু বরণ করেন।                   

তবে ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে ঝন্টুকে হারিয়ে এ সিটির মেয়র হন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা।

এবার মেয়র পদের প্রার্থী হিসেবে আওয়ামী লীগ বেছে নিল রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করা ডালিয়াকে।

৫৯ বছর বয়সী ডালিয়া ২০১৪-১৯ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।

এর বাইরে আইন পেশায় নিয়োজিত লুৎফা ডালিয়া। নারীর বিরুদ্ধে সহিংসতাবিরোধী বিভিন্ন সভা-সেমিনারে বক্তা ও সংগঠক হিসেবে তাঁর বেশ পরিচিতি রয়েছে। তিনি রংপুর নাট্যচক্রের সভাপতি ছিলেন। এ ছাড়া রংপুর শিল্পকলা একাডেমির অ্যাডহক কমিটির সদস্য তিনি। একই সঙ্গে রংপুর থিয়েটারেরও সভাপতি। আর এসব কারণেই প্রধানমন্ত্রীর বিশেষ নজরে ছিলেন তিনি। 

দলীয় সূত্রমতে, বিগত নির্বাচনে দলীয় ঐক্য না থাকায় আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে হেরেছিলেন। এবারও সে অনৈক্য থাকলে আওয়ামী লীগ পরাজিত হতে পারে। এ কারণে দলের ঐক্য ধরে রাখতেই সকলের প্রিয় হোসনে আরা লুৎফাকে মনোনয়ন দেয়া হয়। আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে তাকে নিয়ে ব্যাপক আশাবাদী আওয়ামী লীগ।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article

পর্যাপ্ত বিনিয়োগ সংগ্রহ করতে না পারায় প্রথম স্ত্রী রুশ তরুণী 'ফরোস্টেনকো’কে ডিভোর্স দেন ইউনূস!

এবার পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা

ড. ইউনূস ও তার স্ত্রীর নামে আলিশান বাড়িসহ দেশে-বিদেশে বিপুল সম্পদের খোঁজ!

আগুনে ছুড়ে ফেলা রিজভীর শালটি ভারতের নয়, দেশীয় খাদি শাল

এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী

বিনা চিকিৎসায় মারা যান গ্রামীণ ব্যাংকের প্রথম ঋণগ্রহীতা সুফিয়া খাতুন

জিএম কাদেরকে শত কোটি টাকার লিগ্যাল নোটিশ

স্বাধীনতার ঘোষণাপত্র পাল্টে যেভাবে নিজের নামে চালিয়েছেন মেজর জিয়া

‘যারা পণ্য বর্জনের ডাক দিয়েছেন, তাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি পরেন’

সরকার পতন আন্দোলন থেকে সরে কর্মসূচি নিয়ে দ্বিধায় বিএনপি