ওডেসায় গোলাবর্ষণ কমার আশা ইউক্রেনের

রুশ সেনারা বৃহস্পতিবার ইউক্রেনের কৃষ্ণ সাগরের ছোট দ্বীপ স্নেক আইল্যান্ড ছেড়ে চলে যায়। আর রুশ বাহিনী স্নেক আইল্যান্ড ছাড়ায় এখন বন্দর শহর ওডেসায় গোলাবর্ষণ কমে যাবে বলে আশা প্রকাশ করেছে ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিস।
সংস্থাটির মুখপাত্র আন্দ্রি দেমচেনকো এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, কেন শত্রুরা দ্বীপটি দখল করেছিল তা এখন সকলের জানা। তারা অঞ্চলটি ধ্বংসাত্বক অস্ত্র দিয়ে বোঝাই করেছিল এবং সেখান থেকে সেগুলি ছুঁড়ছিল। আমরা আশা করি এখন ইউক্রেনের ওপর গোলাবর্ষণ কমে যাবে।
বর্ডার গার্ড সার্ভিসের মুখপাত্র আন্দ্রি দেমচেনকো জানিয়েছেন, তারা ফের স্নেক আইল্যান্ডে ইউক্রেনেীয় সেনাদের পাঠাতে পারবেন।
তবে খুব শীগ্রই যে এটি হবে তা নয়। কারণ তাদের শঙ্কা রুশ সেনারা দ্বীপটিতে মাইন পুঁতে গেছে।
এ ব্যাপারে মুখপাত্র বলেন, স্নেক আইল্যান্ডের অবস্থা ঝুঁকিপূর্ণ রয়েছে, কারণ শত্রুরা দ্বীপের পথে মাইন পুঁতে রাখতে পারে। বর্তমানে পরিস্থিতি অনুসন্ধান ও পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি আশা করি ইউক্রেনের বর্ডার গার্ড আবার এ দ্বীপটিতে ফিরবে যত দ্রুত সম্ভব।
সূত্র: সিএনএন