ওডেসায় গোলাবর্ষণ কমার আশা ইউক্রেনের

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪২, শনিবার, ২ জুলাই, ২০২২, ১৮ আষাঢ় ১৪২৯

রুশ সেনারা বৃহস্পতিবার ইউক্রেনের কৃষ্ণ সাগরের ছোট দ্বীপ স্নেক আইল্যান্ড ছেড়ে চলে যায়। আর রুশ বাহিনী স্নেক আইল্যান্ড ছাড়ায় এখন বন্দর শহর ওডেসায় গোলাবর্ষণ কমে যাবে বলে আশা প্রকাশ করেছে ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিস।

সংস্থাটির মুখপাত্র আন্দ্রি দেমচেনকো এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, কেন শত্রুরা দ্বীপটি দখল করেছিল তা এখন সকলের জানা। তারা অঞ্চলটি ধ্বংসাত্বক অস্ত্র দিয়ে বোঝাই করেছিল এবং সেখান থেকে সেগুলি ছুঁড়ছিল। আমরা আশা করি এখন ইউক্রেনের ওপর গোলাবর্ষণ কমে যাবে।

বর্ডার গার্ড সার্ভিসের মুখপাত্র আন্দ্রি দেমচেনকো জানিয়েছেন, তারা ফের স্নেক আইল্যান্ডে ইউক্রেনেীয় সেনাদের পাঠাতে পারবেন।

তবে খুব শীগ্রই যে এটি হবে তা নয়। কারণ তাদের শঙ্কা রুশ সেনারা দ্বীপটিতে মাইন পুঁতে গেছে।

এ ব্যাপারে মুখপাত্র বলেন, স্নেক আইল্যান্ডের অবস্থা ঝুঁকিপূর্ণ রয়েছে, কারণ শত্রুরা দ্বীপের পথে মাইন পুঁতে রাখতে পারে। বর্তমানে পরিস্থিতি অনুসন্ধান ও পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি আশা করি ইউক্রেনের বর্ডার গার্ড আবার এ দ্বীপটিতে ফিরবে যত দ্রুত সম্ভব।

সূত্র: সিএনএন

Share This Article

যেকারণে ইমাম-মুয়াজ্জিনগণ সমর্থন দিলেন খোকন সেরনিয়াবাতকে

ধর্মকে পুঁজি করে নাগরিকদের সঙ্গে প্রতারণা করছেন অনেকে: খোকন সেরনিয়াবাত

নির্বাচন প্রক্রিয়ায় জড়িত ৯০ শতাংশ ব্যক্তিরই যুক্তরাষ্ট্রের ভিসার প্ৰয়োজন নেই!

ভিন্ন দেশ ও জাতি-গোষ্ঠীর মাঝে আলোড়ন তুলেছে ৭ই মার্চের ভাষণ!

ফয়জুল করিমকে নয়, খোকন সেরনিয়াবাতকে সমর্থন দিলেন ছারছিনা পীর !

২০০০ টাকার কর বিভ্রান্তি: না বুঝেই প্রতিক্রিয়ায় সয়লাব ফেসবুক!

বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে ভিসা নীতি: তথ্যমন্ত্রী

করফাঁকি: কূটকৌশল খাটিয়েও নিস্তার পেলেন না ড. ইউনূস

মিথ্যে আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন চরমোনাই পীর!

মুরিদদের ভয় দেখিয়ে স্ত্রীদের নির্বাচনী মাঠে নামিয়েছেন চরমোনাই পীর!