ঢাকার নিম্ন আদালতে ৩ প্লাটুন পুলিশ মোতায়েন

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৫৮, সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৬ অগ্রহায়ণ ১৪২৯

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নড়ে-চড়ে বসেছে প্রশাসন। নিরাপত্তা নিশ্চিতকরণে নিম্ন আদালতে ৩ প্লাটুন পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ।

সোমবার (২১ নভেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি জসিম উদ্দিন বলেন, গতকালের (রোববার) অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নিম্ন আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পর নিম্ন আদালতের নিরাপত্তায় নতুন করে নিরাপত্তাপরিকল্পনা প্রণয়ন করতে হবে।

তিনি বলেন, যেহেতু এ ধরনের দুর্ঘটনা ঘটেছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে সেটা আদালত, বার কাউন্সিল ও পুলিশসহ আমরা সবাই বসে নতুন নিরাপত্তাপরিকল্পনা প্রণয়ন করব। আগামীকাল (মঙ্গলবার) আমরা এ বিষয়ে আলোচনা করব।

উল্লেখ্য, রোববার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল ও আবু সিদ্দিককে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। আনসার আল ইসলামের ১৭-১৯ জঙ্গি মাত্র ৫-৬ মিনিটের এই মিশনে পুলিশ সদস্যদের ওপর হামলা করে জঙ্গিদের ছিনিয়ে নেয়। এ ঘটনায় ডিএমিপির কোতোয়ালি থানায় রোববার রাতে এজাহারনামীয় ২০ জনকে ও ২১ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। ডিএমপির প্রসিকিউশনের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়ঃ পুলিশ

Share This Article


হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ

বিচার শুরু রাসেল-শামীমার, গ্রেপ্তারি পরোয়ানা জারি

দুর্নীতি মামলায় কারাগারে মেজর মান্নান

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর

আড়াই বছরের মেয়েকে হত্যা: প্রেমিকসহ মায়ের যাবজ্জীবন

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে, বিদেশে যাওয়ার সুযোগ নেই : আইনমন্ত্রী

হলমার্কের তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন

আজ হলমার্কের দুর্নীতির মামলার রায়

তানভীর-জেসমিনসহ হলমার্কের ১৮ জনের রায় আজ

সগিরা মোর্শেদ হত্যা: দুইজনের যাবজ্জীবন, খালাস ৩

যে আইনের ধারাগুলোর স্পষ্ট লঙ্ঘন করেছেন ড. ইউনুস

রোজায় খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান : আপিল বিভাগ