বিদেশগামী যাত্রীদের নিয়ে ফেক বিজ্ঞপ্তি ভাইরাল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:২৩, রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৫ অগ্রহায়ণ ১৪২৯

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফেক বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। মন্ত্রণালয় থেকে এ ধরণের কোনও সার্কুলার জারি করা হয়নি উল্লেখ করে ওই বিজ্ঞপ্তিকে গুজব বা অপপ্রচার বলে দাবি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

 

১৯ নভেম্বরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশগামী যাত্রীদের সরকারি ব্যাংক (সোনালী ব্যাংক, রুপালি ব্যাংক, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক) এ অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। যদি কেউ অ্যাকাউন্ট না খোলে তবে সে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাবে না।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যারা সোশ্যাল মিডিয়াতে ফেক তথ্য প্রচার করে দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই এই ধরনের গুজব ছড়ানোর সাথে জড়িত।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article