বিয়ের তিন মাসের মাথায় লাশ হলেন অ্যাডভোকেট মিতু

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:২৫, শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৪ অগ্রহায়ণ ১৪২৯

বিয়ের তিন মাসের মাথায় মিতু ফকির (২৫) অ্যাডভোকেট নামের এক অ্যাডভোকেটের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর শ্যামপুর থানার করিমুল্লাহ বাগ ইস্টার্ন হাউজিং থেকে দিকে মিতুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, খবর পেয়ে শ্যামপুর থানার ইস্টার্ন হাউজিংয়ের পাঁচ তলার একটি বাসা থেকে ওই অ্যাডভোকেটের ঝুলন্ত লাশ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় তার স্বামী মিরাজকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার স্বামী জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এই ঘটনায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসআই মো. হাসান বলেন, মিতু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে লেখাপড়া করেছেন। তারা স্বামী-স্ত্রী দুজনেই অ্যাডভোকেট ছিলেন। নিহতের বাড়ি মাদারীপুর জেলায়। মিতুর বাবা-মা মাদারীপুর থেকে ঢাকা আসছেন। তাদের অভিযোগের ভিত্তিতেই নিহতের স্বামী মিরাজকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের বাবা-মা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিষয়ঃ আত্মহত্যা

Share This Article


বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, ক‌মি‌টি গঠন

জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি

বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির

‘সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না’

সারাদেশে হিটস্ট্রোকে সাতজনের প্রাণহানি

দুবাইয়ের বন্দরে পৌঁছেছে এমভি আবদুল্লাহ, নাবিকরা সুস্থ

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

তীব্র গরমে রোগী ভর্তি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

কি ঘটেছিলো ফরিদপুরে:সাম্প্রদায়িক অস্থিতিশীলতা চাইছে কারা?

জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে কাদেরের চ্যালেঞ্জে বেকায়দায় বিএনপি!

সব উপজেলায় একটি করে মিনিস্টেডিয়াম নির্মাণ করছে সরকার: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে