অভিনয়কে ‘বিদায়’ বললেন আমির খান

  বিনোদন ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৩০ কার্তিক ১৪২৯

‘লাল সিং চাড্ডা’-এর পর পরিচালক আর এস প্রসন্নর ‘চ্যাম্পিয়ন’ দিয়ে ফেরার কথা ছিল বলিউড সুপারস্টার আমির খানের। এটি স্প্যানিশ ‘চ্যাম্পিয়ন’ ছবির রিমেক বলেই শোনা যাচ্ছিল। কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদল আমিরের। আপাতত অভিনয় থেকে সাময়িক বিরতি নিচ্ছেন অভিনেতা।

কথা ছিল খুব শিগগির ‘চ্যাম্পিয়ন’ ছবির হিন্দি রিমেকের শুটিং শুরু হবে। স্প্যানিশ এই ছবি একাধিক আর্ন্তজাতিক পুরস্কার জিতেছিল। গিয়েছিল অস্কারেও। ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক ছিল ‘লাল সিং চাড্ডা’। ছবিটি বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হয়। পরপর দুটি রিমেক ছবিতে অভিনয় করতে বোধহয় আমির নিজেও চাইছিলেন না। তাই এই সাময়িক বিরতি।

সম্প্রতি ‘চ্যাম্পিয়ন’ ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমির জানান, তিনি আপাতত কোনো ছবিতেই অভিনয় করবেন না। বছর দেড়েকের মতো বিরতি চাই তার। এই সময়টা পরিবার, সন্তান ও মায়ের সঙ্গে সময় কাটাতে চান তিনি। ‘চ্যাম্পিয়ন’ ছবিতে আমিরের অভিনয় করা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা সরাসরি নাকচ করেন অভিনেতা।

তবে অভিনয় না করলেও এই ছবির প্রযোজনা করবেন সেটাও স্পষ্ট করেন আমির।এই প্রসঙ্গে আমির খান বলেন, ‘চ্যাম্পিয়ন ছবিটা আমি প্রযোজনা করছি কারণ ছবিটার ওপর বিশ্বাস আছে, গল্পটাও খুব ভলো।’

আমির খানকে বলা হয় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তিনি যা করেন একেবারে নিঁখুত করার চেষ্টাই করেন। কিন্তু আপাতত অভিনয় থেকে সরে নিজের পরিবারকে সময় দিতে চান অভিনেতা। তিনি বলেন, ‘আমার ৩৫ বছরের কর্মজীবনে আমিই শুধু নিজের কাজকেই প্রাধান্য দিয়ে এসেছি। যারা আমার কাছের মানুষ তাদের প্রতি হয়তো অবিচার করেছি। আমার মন হয় এবার পরিবারকে সময় দেওয়া উচিত।’

সূত্র : আনন্দবাজার

Share This Article


চলবে তাপপ্রবাহ, আরও ৩ দিনের হিট অ্যালার্ট

মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মার্কিন সিনেটে ইউক্রেন-ইসরায়েল সহায়তা বিল পাস

প্রচণ্ড গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সতর্ক থাকার পরামর্শ

তীব্র দাবদাহ, লবণাক্ততা বৃদ্ধি সেচের পানিসংকট

তাপদাহে অস্বস্তিকর প্রহর কাটাচ্ছেন মানুষ

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

গাজীপুরে মহাসড়কের পাশে মৃত হাতি

প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাচ্ছেন আজ