যুবলীগের মহাসমাবেশে রিয়াজ-ফেরদৌস-চঞ্চলরা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৫৫, শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ২৬ কার্তিক ১৪২৯

যুবলীগের ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়েছেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস, চিত্রনায়িকা নিপুণ ও অভিনেতা চঞ্চল চৌধুরী।

সমাবেশে যোগ দিয়ে চঞ্চল চৌধুরী তার হাওয়া সিনেমার জনপ্রিয় গান ‘সাদা সাদা, কালা কালা’ গেয়ে সোহরাওয়ার্দী উদ্যান মাতিয়েছেন।

শুক্রবার দুপুরে সমাবেশে তারা উপস্থিত হন। এ সময় তাদের ভক্তদের অনেকে সেলফি তুলতে দেখা গেছে। যুবলীগের এই আয়োজনে সারা দেশ থেকে কয়েক লাখ যুবক মিলিত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। কেউ লাল সবুজ এবং কেউ হলুদ রঙের টিশার্ট ও ক্যাপ পরে মিছিলে মিছিলে ঢাকঢোল পিটিয়ে সোওহরাওয়ার্দী উদ্যানে মিলিত হচ্ছেন।

দুপুর পৌনে ৩টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হয়েছে। বেলুন ও কবুতর উড়িয়ে মহাসমাবেশের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতারা জানান, এই মহাসমাবেশে ১০ লাখেরও বেশি লোক সমবেত হয়েছে। অনুষ্ঠান সফল করতে গত এক সপ্তাহ ধরে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

Share This Article