ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫৩, বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ২৫ কার্তিক ১৪২৯

অদ্ভুত সব আপসেটের জন্য দিয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময় যত গড়িয়েছে ততই বদল গেছে সব হিসাব-নিকাশ আর প্রেডিকশন। যে পাকিস্তান সুপার টুয়েলভ থেকেই বাদ পড়ে যাচ্ছিল, তারাই প্রথম দল হিসেবে উঠেছে ফাইনালে। এবার আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিতব্য শিরোপার লড়াইয়ে তাদের সঙ্গী হলো ইংল্যান্ড।

 

 

আজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে বাটলার-হেলসের বিধ্বংসী ব্যাটে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে জস বাটলারের দল।

অ্যাডিলেডে রান তাড়ায় নেমে ইংল্যান্ডের শুরুটা হয় স্বপ্নের মতো। অধিনায়ক জস বাটলার এবং অ্যালেক্স হেলসের বিধ্বংসী ব্যাটিংয়ে তরতর করে এগোতে থাকে ওপেনিং জুটি। পাওয়ারপ্লেতেই আসে ৬৩ রান। ২৮ বলে ফিফটি তুলে নেন হেলস। ১০.১ ওভারেই তিন অংকে পৌঁছে যায় ওপেনিং জুটি। ভারতীয় বোলাররা পাত্তাই পাচ্ছিলেন না। ৩৬ বলে বাটলারও ফিফটি পূরণ করেন। এই জুটিতেই ১০ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলে ভারত। এদিন ভারতের দুই ওপেনারই ব্যর্থ। লোকেশ রাহুল ৫ আর রোহিত শর্মা ২৮ বলে ২৭ রানের ধীরগতির ইনিংস খেলে ফিরেন। পুরো টুর্নামেন্টে বিধ্বংসী ব্যাটিং করা সূর্যকুমার যাদব ১০ বলে ১ চার ১ ছক্কায় ১৪ রান করে আদিল রশিদের শিকার হয়েছেন। তিনে নেমে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৯ বলে ফিফটি তুলে নেন কোহলি। তার সঙ্গে হার্দিক পান্ডিয়ার চতুর্থ উইকেট জুটিতে আসে ৪০ বলে ৬০ রান। ২৯ বলে ফিফটি তুলে নেওয়া হার্দিক ৩৩ বলে চার বাউন্ডারি এবং পাঁচ ওভার বাউন্ডারিতে ৬৩ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের জর্ডান ৩ উইকেট নিলেও রান দিয়েছেন ৪৩।

Share This Article


বিশ্বকাপের প্রাইজমানিতে কত কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ?

পরিসংখ্যানে বাংলাদেশ-নেদারল্যান্ডস মহারণ

হঠাৎ দেশে ফিরলেন সাকিব

বিশ্বচ্যাম্পিয়নদের ২২৯ রানের বিশাল ব্যবধানে হারাল দ. আফ্রিকা

বিতর্ক ছাপিয়ে ফিফটি, এরপরই ফিরলেন লিটন

বিস্ফোরক সেঞ্চুরিতে রেকর্ডবুক ওলটপালট করলেন রোহিত

বিশ্বকাপ: আজ পাকিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড দক্ষিণ আফ্রিকার

আফগান বধ, বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের

নিউজিল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

মিরপুর স্টেডিয়ামে উন্মোচিত হলো বিশ্বকাপের ট্রফি