২০০ টাকার জন্য নামাজ থেকে ফেরার পথে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:২০, বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ২৪ কার্তিক ১৪২৯

কুষ্টিয়ার কুমারখালীতে বালু বিক্রির পাওনা ২০০ টাকার জন্য শাজাহান (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শাজাহান মিস্ত্রি চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে।

স্থানীয়রা জানান, পাঁচ মাস আগে শাজাহান মিস্ত্রি তার পাশের বাড়ির মৃত শাহাবুদ্দিন ওরফে গনজের আলীর ছেলে আনিস উদ্দিন ওরফে আইচের কাছ থেকে চার হাজার টাকার বালু নেন। পরে শাজাহান তিন হাজার ৮০০ টাকা আইচকে দিয়ে ২০০ টাকা দেবেন না বলে জানালে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। 

স্থানীয়রা সোমবার সন্ধ্যায় আইচের বাড়িতে বসে সালিশবৈঠকের মাধ্যমে শাজাহানকে ৫০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত দিলে শাজাহান সেই টাকা আইচকে দিয়ে দেন। মঙ্গলবার ভোরে শাজাহান নামাজ পড়ে ফেরার সময় আইচ উদ্দিন, তার স্ত্রী ও দুই ছেলে ইমন এবং নয়ন তাকে বাঁশ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহতাবস্থায় ফেলে রেখে চলে যায়। 

পরে শাজাহানকে তার স্বজনরা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। এদিকে ঘটনার পর থেকে আইচ উদ্দিনের পরিবারের সবাই গা ঢাকা দিয়েছেন।

নিহত শাজাহানের ছেলে সজীব জানান, বালুর ২০০ টাকা নিয়ে আইচের সঙ্গে বিরোধ চলছিল। গত সোমবার সন্ধ্যায় আইচের বাড়িতে সালিশবৈঠকে বিষয়টি নিষ্পত্তি করা হয়। কিন্তু পরিকল্পিতভাবে সকালে আইচের পরিবারের সবাই মিলে তার বাবার ওপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে এবং হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

কুমারখালী থানার ওসি মহসিন হোসাইন জানান, লাশ ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে।

Share This Article


আদালতে বোমা হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

খুলনায় এজলাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

নাশকতার মামলায় বিএনপির ৪৭ নেতাকর্মীর কারাদণ্ড

জঙ্গি নেতা বহুজাতিক কোম্পানির কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর গোসলের দৃশ্য ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ২

গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার

রাজনৈতিক অস্থিরতায় স্বর্ণ চোরাকারবারিরা সক্রিয়!

শাহজালালে ৭ কোটি টাকার সোনাসহ ৪ যাত্রী আটক

রাজমিস্ত্রির প্রেমে পড়ে কোটিপতি স্বামীকে ‘খুন’

কমলাপুরে ট্রেনে আগুন দেয়ার সময় আটক ১

গাইবান্ধায় হাত-পায়ের রগ কেটে যুবলীগ সভাপতিকে হত্যা

‘মুখে কাপড় বেঁধে ও নেমপ্লেট খুলে থানায় মারধর করে পুলিশ’