এইচএসসি পরীক্ষা বিবেচনায় নিতে বিএনপির প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪৯, বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১০ কার্তিক ১৪২৯

আগামী ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। বিষয়টি বিবেচনায় নিয়ে যাতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়, সে ব্যাপারে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ (এমএম কলেজ) পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এসময় তার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আহসান হাবীব, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার উপস্থিত ছিলেন। 

বিএনপির ১০ ডিসেম্বরের কর্মসূচি ও সরকার পতনের হুমকি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা গণতন্ত্র হত্যা করেছেন, তারাই আজ গণতন্ত্রের জন্য মায়াকান্না করেন। তারাই দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে। দেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। অথচ তারা জনগণের চাওয়ার ঠিক উল্টোটা করতে চায়’।

শিক্ষামন্ত্রী বলেন, ‘তারা অগ্নিসংযোগকারী, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী। তাদের কাছ থেকে ভাল কিছু আশা করা যায় না। যে আন্দোলনের সাথে জনগণের সম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনও গণআন্দোলনে রূপ নেয় না’। 

Share This Article