আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার বাড়াতে বললেন কাদের

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৪, মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১৪ আষাঢ় ১৪২৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখ্যযোগ্য হারে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাড়াতে হবে। রাখঢাক করার কিছু নেই। দিস ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার।

মঙ্গলবার (২৮ জুন) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে কারিগরি বিষয়ে ভোটদান নিয়ে আলোচনার আয়োজন করেছে। আমাদের আমন্ত্রণ জানানোয় আওয়ামী লীগে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।

তিনি বলেন, আওয়ামী লীগ মনে করে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা ও সক্ষমতা গুরুত্বপূর্ণ। এছাড়া ইসির দায়িত্বশীল নিরপেক্ষ আচরণ, সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও ইভিএমে ভোটগ্রহণের পদ্ধতি বৃদ্ধি করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার। আগেও আমরা ইসিকে এসে বলেছিলাম। এখানে রাখঢাক করার কিছু নেই। আগামী নির্বাচনে উল্লেখযোগ্যহারে ইভিএম বৃদ্ধি করার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়া তিনি বিতর্কিত কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়া, প্রজাতন্ত্রের কর্মচারীদের রিটার্নিং অফিসার থেকে পোলিং অফিসার নিয়োগসহ একগুচ্ছ দাবির কথা বলেন।

১৩ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এর আগে দুই ধাপে ২৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। গত ১৯ ও ২১ জুন ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ইভিএম যাচাই বিষয়ক সভা করেছে সংস্থাটি। তবে এতে বিএনপিসহ আটটি দল সাড়া দেয়নি।

Share This Article


গাজীপুর সিটি নির্বাচন: ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচনের স্বীকৃতি, হেরেও জয় আওয়ামী লীগের!

মার্কিন ভিসা নীতির আদ্যোপান্ত: কি ভাবছে সরকার

যুক্তরাষ্ট্রের ভিসা রেস্ট্রিকশন স্টেটমেন্ট: আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচনে বিএনপি!

যুক্তরাষ্ট্রের নতুন ‘ভিসা নীতি’ পাল্টে দিল বিএনপির সব সমীকরণ!

বিরোধীদলের মাথায় হাত : নির্বাচন বানচালের বিপক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান ঘোষণা

যে তিন কারণে বরিশালের ভোটের মাঠে খোকন সেরনিয়াবাতকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

৫টি ওয়ার্ডের কর্মী সভায় ব্যস্ত সময় পার করলেন লুনা আব্দুল্লা

সব বিভেদ ভুলে খোকন সেরনিয়াবাত'র পক্ষে ঐক্যবদ্ধভাবে নামছে আওয়ামীলীগ

বরিশালে অপরিকল্পিত নগরায়ণ করতে দেয়া হবেনা: খোকন সেরনিয়াবাত

শেখ হাসিনা গড়বেন স্মার্ট বাংলাদেশ, তিলোত্তমা নগরী গড়বেন খোকন সেরনিয়াবাত !

বরিশালে 'হরিজন কমিশন' গঠন করে তাদের দুঃখ ঘুচাবেন খোকন সেরনিয়াবাত!

সাদিক আব্দুল্লাহ'র আস্থাভাজন সাজ্জাদ সেরনিয়াবাতের চাঁদাবাজি