শৃঙ্খলা ফেরাতে সাংবাদিকদের ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৫, সোমবার, ২৭ জুন, ২০২২, ১৩ আষাঢ় ১৪২৯

সাংবাদিকতায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 তিনি বলেন, ‌‘আমরা ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি। প্রেস কাউন্সিল, প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে এবং সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করে একটা ডাটাবেজ তৈরি করা হবে। ডাটাবেজ তৈরি হলে কারা সাংবাদিক সবাই জানবে। জিজ্ঞেস করা যাবে আপনি সাংবাদিক, আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত।’

সোমবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাব সাংবাদিক জহুর হোসেন চৌধুরী জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান ও ‌‘দরবার-ই-জহর কলাম’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘এখন কত হাজার জন সাংবাদিকতা করেন, তা সাংবাদিকরাও বলতে পারে না। এই পরিস্থিতির উত্তরণ প্রয়োজন। কারণ, কিছু মানুষ সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিক নাম ধারণ করে প্রকৃত সাংবাদিক সমাজের প্রতি একটি বিরূপ মনোভাব মানুষের মাঝে সৃষ্টি করছে।’

সাংবাদিকতা শুধু একটা পেশাই নয় অনেক সাংবাদিকদের কাছে এটা একটা ব্রত মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ, রাষ্ট্র, জাতি গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জহুর হোসেনের মতো সাংবাদিকরা যেভাবে জাতি ও সমাজের কল্যাণের জন্য কাজ করেছেন, আপনারাও সেভাবে কাজ করে যাবেন।’

ড. হাছান বলেন, ‘দেশ গঠনে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ নয়। আমরা একটা উন্নত দেশ যেমন গঠন করতে চাই; পাশাপাশি একটা মানবিক কল্যাণ রাষ্ট্রও গঠন করতে চাই। এ জন্য মানুষের মানবিকতার বিকাশ প্রয়োজন। যেটা এখন কমে যাচ্ছে।’

Share This Article


কেউ মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহে থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৯৬ হাজার শিক্ষক নিয়োগ: আবেদন যেভাবে

গরম নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

‘৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল’

গরমে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে

২১ নাবিক জাহাজে, ২ জন দেশে আসবেন বিমানে

বাজেটে থোক বরাদ্দের প্রস্তাব না করতে নির্দেশনা

প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল