পদ্মা সেতু নির্মাণ:একদিন যা বলেছিলেন সুশীলরা

দুর্নীতির অভিযোগে পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধ করেছিলো বিশ্বব্যাংক। অভিযোগটি যে মিথ্যা ছিলো সেটি প্রমান হয়েছিলো কানাডার আদালতে। কিন্ত ততদিন পর্যন্ত অপেক্ষা করেননি আমাদের সুশীল সমাজ। পুরো দোষটি সরকারের ঘাড়ে চাপিয়ে একের পর এক বক্তৃতা বিবৃতি দিয়েছেন। পত্র-পত্রিকায় লেখালেখি করেছেন।
তারই কিছু উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো।
ড. আকবর আলি খান
নিজস্ব অর্থায়নে সেতু করতে গেলে ঠিকাদাররা রাজি হবে না। সামর্থ্য থাকা সত্যেও চীন বিশ্বব্যংকের থেকে ঋণ নিয়ে বড় প্রকল্প বাস্তবায়ন করে।
(প্রথম আলো ৩০ জুলাই ২০১২)
তিনি আরও বলেন,সেতুটি নির্মাণের জন্যই বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে ,
(দৈনিক সংগ্রাম, ১ জুলাই ২০১২)
আসিফ নজরুল
সরকার তার বিভিন্ন সন্দেহজনক কর্মকাণ্ড আড়াল করতে বিশ্বব্যাংকের বিরুদ্ধে সমালোচনার জিহাদে নেমেছে। পদ্মাসেতুর বাস্তবায়ন তো দুরের কথা, দুর্নীতির অভিযোগে ক্ষত বিক্ষত সরকারের মানসম্মান বাঁচানোই কঠিন হয়ে পড়েছে এখন।
(প্রথম আলো ৭ জুলাই ২০১২)
ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় অর্থে পদ্মাসেতু সম্ভব নয়। এই দেশের পরিস্থিতি যা, তাতে বিপুল পরিমান সম্পদ সমাবেশ সহজসাধ্য নয়। এমন অবস্থা নেই যে আমদানী ব্যায় দেশীয় মুদ্রায় মেটাতে পারবো। আর কারিগরি দিক তো আছেই।
(প্রথমআলো ১ জুলাই ২০১২)
তিনি আরও বলেন, পদ্মা সেতু নিয়ে আরেকবার ভাবতে হবে এবং আগের দাতাদেরই এ প্রকল্পে ধরে রাখার ব্যবস্থা করতে হবে। সাপ্তাহিক সোনার বাংলা, (১৩ জুলাই ২০১২)
বদিউল আলম মজুমদার
তথাকথিত ‘ইউনুস ইস্যু’ বিশ্বব্যংকের সিদ্ধান্ত প্রভাবিত করেছে বলে আমাদের আশঙ্কা। অনেকেই হয়তো অবগত নন, সারা পৃথিবীতে অধ্যাপক ইউনুস “রক স্টার” এর মতোই জনপ্রিয়। তাই তার প্রতি সরকারের অন্যায্য ও আক্রমনাত্মক আচরণ শুধু মার্কিন যুক্তরাষ্ট্র বা ক্লিনটন পরিবারকেই নয়, বিশ্বের অনেকেই হতবাক হয়েছেন।
(প্রথম আলো, ১৩ জুলাই ২০১২)
শাহদীন মালিক
প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীদের প্রায় সব কথাই আবেগ-আক্রোশ বিদ্যাবুদ্ধিহীনতা তাড়িত। পদ্মাসেতু দেশী অর্থায়নে হবে না, সম্ভব নয়। বিশেষত আবুল হোসেনের মতো দেশপ্রেমিকদের সরকার যখন এতো বেশি মূল্যায়ন করে।
(প্রথম আলো, ৩০ জুলাই ২০১২ )
বদরুদ্দীন উমর
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে বলে প্রধানমন্ত্রী যে আস্ফালন করেছিলেন সেটা হাস্যকর এবং অবাস্তব।
(দৈনিক যুগান্তর, ২৩ সেপ্টেম্বর ২০১২)
ফরহাদ মজহার
এটাকে শুধু কেলেঙ্কারি বলা যাবে না এটা একটা গুরুতর রাজনৈতিক ও নৈতিক অপরাধও বটে। (বাংলানিউজ ১৫ জুলাই ২০১২)
প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার বিষয়টি হাস্যকর ও অবাস্তব ব্যাপার।
(সাপ্তাহিক সোনার বাংলা, ১৩ জুলাই ২০১২)