বিবাহবিচ্ছেদের পর পাঞ্জাবি নায়িকার প্রেমে বাদশা

  বিনোদন ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:২৪, বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ২৭ আশ্বিন ১৪২৯

বলিউডের জনপ্রিয় গায়ক ও র‌্যাপার বাদশা। দুই বছর আগে ভেঙেছে তার সংসার। যেখানে তার একটি কন্যা সন্তানও রয়েছে। 

সেই বিচ্ছেদের পর আবারও নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই র‌্যাপার। তার এবারের প্রেমিকার নাম ইশা রিখি। গত এক বছর ধরে পাঞ্জাবি এই নায়িকার সঙ্গে তিনি চুটিয়ে প্রেম করছেন বলে খবর পিংকভিলার।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘কমন বন্ধুর মাধ্যমে পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার। শুরুতেই তারা বুঝতে পেরেছিলেন তাদের চলচ্চিত্র ও সংগীতের রুচি এক। বাদশা ও ইশা তাদের সম্পর্কের কথা নিজ নিজ পরিবারকেও জানিয়েছেন।’

এর আগে জেসমিন নামে এক নারীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বাদশা। দুই বছর আগে ভেঙে যাওয়া সেই সংসারে জেসমিন গ্রেস মাসিহ সিং নামে বাদশার এক কন্যা সন্তানও রয়েছে। জেসমিন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

২০১৯ সালে চলচ্চিত্রে অভিষেক হয়েছে বাদশার। চলতি বছরেও মুক্তি পেয়েছে তার অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমা। এতে অতিথি চরিত্রে দেখা যায় তাকে।

উল্লেখ্য, বাদশার মূল নাম আদিত্য প্রতীক সিং সিসোডিয়া। তবে মঞ্চ নাম বাদশাতেই বেশি পরিচিত তিনি। ভারতীয় এই র‍্যাপ সংগীত গায়ক, সুরকার-সংগীত পরিচালক হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবি গানের জন্য বিখ্যাত।

২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তার ব্যান্ড মাফিয়া মান্দীর-এ সংগীত কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে তিনি হানি সিং থেকে আলাদা হয়ে স্বতন্ত্র হরিয়ানি গান ‘কার গায়ি চুল’ প্রকাশ করেন। যা পরে ২০১৬ সালে বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমায় ব্যবহৃত হয়। এরপর থেকে ধীরে ধীরে তুমুল জনপ্রিয়তা পেতে থাকেন তিনি। ২০১৮ সালে ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিন কর্তৃক ভারতের ৬৩তম ধনী তারকা হিসেবে তালিকাভুক্ত হন বাদশা।

বিষয়ঃ তারকা

Share This Article


ব্যাংকে আমানত বেড়েছে ১০ দশমিক ৪৩ শতাংশ

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জিডিপি কমার পূর্বাভাসে চিন্তার কিছু নেই: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল

মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল

লেবাননে তিন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

দেশজুড়ে বইছে তাপপ্রবাহ, গরম আরও বাড়ার আভাস

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

বিশ্ববিদ্যালয়গুলোতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করতে হবে

বাংলাদেশে তিন দিনে আশ্রয় নিলো মিয়ানমারের আরো ২৮ নিরাপত্তারক্ষী