কেটে ফেলা হতে পারে গায়ক আকবরের পা

  বিনোদন ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:২৯, মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ২৬ আশ্বিন ১৪২৯

বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে পরিচিতি পাওয়া আকবর দীর্ঘ ১০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। আর ৫ বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, রক্তের প্রদাহসহ নানা রোগ। কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও টাকার অভাবে চিকিৎসা শেষ না করেই তাকে বাসায় নিয়ে আসা হয় সম্প্রতি। 

তবে অবস্থার অবনতি হওয়ায় আবার তাকে হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, অথৈর বাবাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। ডিপজল বস আর্থিকভাবে অনেক বড় পরিমাণে সহায়তা করেছে। তবুও এবার অথৈর বাবার চিকিৎসায় সবার সহযোগিতা কামনা করছি।

তিনি আরও লিখেন, এবার চিকিৎসা শেষ না করে আমরা আকবরকে বাসায় ফেরত নেব না। ডাক্তার জানিয়েছেন, তাকে হসপিটালে আনতে বেশ দেরি করে ফেলেছি আমরা। তার পা কেটে ফেলে দেয়ার আশঙ্কা করছি। সবাই এই বিপদে আমার পাশে থাকবেন। সবার সহযোগিতায় আর আল্লাহর অশেষ রহমতে অথৈর বাবা যেন সুস্থ হয়ে যায়, এই দোয়া করবেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বরেও গায়ক আকবরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। করা হয় তার পায়ে অস্ত্রোপচার।

সে সময় আকবরের স্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের মে মাসে তার ডান পায়ে অস্ত্রোপচার করা হয়। কিছুদিন ভালোই ছিলেন। এর মধ্যে স্টেজ শোও করেন গায়ক আকবর। আকস্মিকভাবে তার পায়ে পানি জমতে থাকে।
কানিজ ফাতেমা বলেন, পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। চিকিৎসক বলেছেন, তার পা কেটে ফেলতে হতে পারে। কারণ জীবাণু হাড় পর্যন্ত পৌঁছে গেছে। পা না কাটা পর্যন্ত তার জীবাণু ছড়িয়ে পড়বে।

প্রসঙ্গত, ‘ইত্যাদি’র মঞ্চে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি নতুন করে গেয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তারপর ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামের গানটি গেয়ে দেশজুড়ে পরিচিতি পান আকবর।

Share This Article


চলবে তাপপ্রবাহ, আরও ৩ দিনের হিট অ্যালার্ট

মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মার্কিন সিনেটে ইউক্রেন-ইসরায়েল সহায়তা বিল পাস

প্রচণ্ড গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সতর্ক থাকার পরামর্শ

তীব্র দাবদাহ, লবণাক্ততা বৃদ্ধি সেচের পানিসংকট

তাপদাহে অস্বস্তিকর প্রহর কাটাচ্ছেন মানুষ

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

গাজীপুরে মহাসড়কের পাশে মৃত হাতি

প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাচ্ছেন আজ