কৌন বনেগা ক্রোড়পতি-১৪, প্রথম কোটিপতি কবিতা চাওলা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:১১, রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩ আশ্বিন ১৪২৯

ভারতের জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’। এই অনুষ্ঠানটি দুই দশক ধরে চলে আসছে অমিতাভ বচ্চনের উপস্থাপনায়। এটি ব্রিটেনের ‘হু ওয়ান্টস টু অ্যা মিলিয়নিয়ার’ এর ভারতীয় সংস্করণ। চলতি বছর সিজন-১৪ অনুষ্ঠানের মধ্যেই কোটিপতি হন মহারাষ্ট্রের কবিতা চাওলা।

কোটিপতি হওয়ার পর ‘কৌন বনেগা ক্রোড়পতি’র দর্শকদের আগ্রহ এখন কবিতা চাওলাকে ঘিরে। সবার মনে প্রশ্ন, তিনি কি সাড়ে ৭ কোটি রুপির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন?

কবিতা চাওলা এসেছেন মহারাষ্ট্রের কোলহাপুর থেকে। কবিতা ৪৫ বছর বয়সী একজন গৃহিণী। ‘ইটাইমস’-এ দেয়া সাক্ষাৎকারে কবিতা বলেন, ২০০০ সাল থেকে কেবিসি-তে অংশ নিতে চাচ্ছিলেন তিনি। কিন্তু কোনভাবে সুযোগ মেলেনি।

গত বছর ‘ফাস্টেস্ট ফিংগার’ রাউন্ড পর্যন্ত এসেছিলেন তিনি। কিন্তু হট সিটে জায়গা করতে পারেননি। এবার অংশগ্রহণ করে এবং কোটি রূপি জিতে দারুণ খুশি তিনি। সাড়ে সাত কোটি রুপির প্রশ্নেও অংশ নেবেন তিনি।

কবিতা বলেন, জিতে নেয়া অর্থ দিয়ে তিনি ছেলে বিবেককে বিদেশে পাঠাবেন পড়াশোনার জন্য। আর যদি তিনি সাড়ে সাত কোটি রূপি জিতে নিতে পারেন, তাহলে তিনি বাংলো তৈরি করবেন এবং বিশ্বের নানা দেশে বেড়াবেন।

 

Share This Article