অবৈধ স্থাপনা নির্মাণ চলতে দেখে মেয়র তাপস বললেন, ‘কাজ হবে না, বন্ধ বন্ধ’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪০, বুধবার, ২২ জুন, ২০২২, ৮ আষাঢ় ১৪২৯

ঢাকার মেরাদিয়া জে ব্লকের বাঁশপট্টি সংলগ্ন আঙ্গর জোড়া এলাকায় রামপুরা খালের উপর একটি অবৈধ স্থাপনা নির্মাণ কাজ হতে দেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘কাজ হবে না। বন্ধ, বন্ধ।’

বুধবার সপ্তাহের অন্যান্য দিনের মতো সকাল থেকে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনে বেরিয়েছিলেন মেয়র। প্রথমে তিনি যান মেরাদিয়া বাজার সংলগ্ন এলাকায় 'মেরাদিয়া-আফতাব নগর সংযোগ সেতুর সম্ভাব্য স্থান' পরিদর্শনে। স্থানটি পরিদর্শন শেষে পরবর্তী গন্তব্যে যাওয়ার সময় রামপুরা খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণ হতে দেখেন। এ সময়  গাড়ি থেকে নেমে তিনি স্থাপনা গড়ে তোলার কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিকদের উদ্দেশে এই কথা বলেন। 

এ সময় তিনি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে আজকেই এই অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এরপর তিনি ফকিরখালী খালের বর্তমান অবস্থান দেখতে নৌকায় সরেজমিনে পরিদর্শনে যান। তিনি ফকিরখালী খাল রক্ষায় এবং ইতোমধ্যে খালের উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও কাজী বোরহান উদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ এবং আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়ঃ মেয়র

Share This Article


জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিকটাত্মীয়দের হক নষ্ট করে শত কোটি টাকার সম্পদ গড়েন চরমোনাই পীর ফয়জুল করিম!

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে প্রচারণায় এগিয়ে নৌকা, অন্য মেয়র প্রার্থীদের পোস্টারও নেই

চরমোনাই পীরের ভণ্ডামি ফাঁস করলেন ইসলামী বক্তা!

এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা

দেশে খাদ্য মজুত ১৬ লাখ মেট্রিক টন: প্রধানমন্ত্রী

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা শুরুই করেছিল জিয়াউর রহমানের বিএনপি : প্রধানমন্ত্রী

জাতীয় ‘আমরা অবহেলিত ছিলাম, পাকিস্তান সৃষ্টি হয়েছিল বাঙালিদের দ্বারা’

পুরান ঢাকার ডিআইটি পুকুর দখলমুক্ত করা হবে: মেয়র তাপস

বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আমুর সেই বক্তব্যের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী