পদ্মা সেতু আমাদের অহংকার, সব যড়যন্ত্র মোকাবেলা করে নির্মিত হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, পদ্মা সেতু আমাদের অহংকার, সব য়ড়যন্ত্র মোকাবেলা করে নির্মিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও, চীন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জামার্নিসহ আরও অনেক দেশ পদ্মা সেতু নির্মাণের সঙ্গে যুক্ত ছিল।
তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগ মিথ্যা-বানোয়াট বলে প্রমাণিত। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে পদ্মা সেতুর অর্থয়ন বন্ধের য়ড়যন্ত্র হয়েছিল।
তিনি বলেন, বর্ষাকালে বন্যা হবে এটাই স্বাভাবিক, এ ধরনের বন্যার সঙ্গে বসবাস করেই দেশের মানুষ অভ্যস্ত। বন্যা মোকাবেলায় সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, একশ/সোয়াশ বছরের মধ্যে এমন প্রলয়ঙ্কারী বন্যা হয়নি। এবারের বন্যা স্মরণকালের মধ্যে ভয়াবহতম। গ্রাম, নগর, শহর, সড়ক-মহাসড়ক প্লাবিত হয়েছে। বন্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছি।
তিনি আরও বলেন, বন্যার্তদের সহায়তায় প্রশাসনসহ সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বন্যার পর কৃষকরা যেন কৃষিকাজ করতে পারেন সেজন্য বীজ, সারের ব্যবস্থা করা হয়েছে।