আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ সকাল ১০:০৬, বুধবার, ২২ জুন, ২০২২, ৮ আষাঢ় ১৪২৯

আজ বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন শুরু হবে বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে তিনি পদ্মা সেতু উদ্বোধন ও বন্যা পরিস্থিতি সম্পর্কে সরকারের ভ‚মিকা ও কার্যক্রম তুলে ধরবেন। সংশ্লিষ্ট সবাইকে করোনা টেস্ট করে স্বাস্থ্যবিধি মেনে সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর এটাই হবে সাংবাদিকদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। এর আগেও তিনি সংবাদ সম্মেলন করেছেন, তবে বেশির ভাগ সাংবাদিক ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
জানা গেছে, বরাবরের মতো রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এ সংবাদ সম্মেলন সরাসরি স¤প্রচার করবে।