বেঁচে থাকার ‘মরিয়া চেষ্টা’ চালাচ্ছে ইসরায়েল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৫, মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৭ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো

ইসরায়েলকে আবারো অবৈধ রাষ্ট্র আখ্যা দিয়ে দেশটি এখন বেঁচে থাকার ‘মরিয়া প্রচেষ্টা’ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন একজন সিনিয়র ইরানি সেনা কমান্ডার।

ইসরায়েল কিছু আরব দেশকে নিয়ে একটি সামরিক জোট গঠনের যে চেষ্টা চালাচ্ছে, তার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করলেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি। সোমবার তেহরানে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

সম্প্রতি ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ দাবি করেন, মার্কিন সহযোগিতায় তেল আবিব তার ভাষায় ‘ইরানি হামলা’ প্রতিহত করার জন্য কিছু আরব দেশের সঙ্গে একটি আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা জোট গঠন করার চেষ্টা করছে।


এ সম্পর্কে শেকারচি বলেন, নিজের নিশ্চিত ধ্বংস থেকে বেঁচে থাকার প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েল। কিছু আরব দেশের সঙ্গে তেল আবিবের সম্পর্ক স্থাপনের নেপথ্য কারণ উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি বলেন, রক্তপিপাসু এই অবৈধ রাষ্ট্র এখন এই উপলব্ধিতে পৌঁছেছে যে, অতি দ্রুত গতিতে তাদের ধ্বংস নেমে আসছে।

বেনি গান্তেজ সম্প্রতি ইসরায়েলি সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় তার ভাষায় ‘মধ্যপ্রাচ্য আকাশ প্রতিরক্ষা জোট’ গঠনের প্রচেষ্টার কথা জানান। তিনি বলেন, এটি গঠনের লক্ষ্যে আরব দেশগুলোর সঙ্গে তেল আবিবের আলাপ-আলোচনা অনেক দূর এগিয়েছে। ইসরায়েলে যুদ্ধমন্ত্রী তার ভাষায় বলেন, ইসরায়েলসহ আরও কিছু আরব দেশে ইরানি হামলা প্রতিহত করার লক্ষ্যেই এ জোট গঠিত হতে যাচ্ছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌপ্রধান এরইমধ্যে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, দখলদার ইসরায়েলকে পারস্য উপসাগরে পা রাখার সুযোগ দিলে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিপন্ন হবে। 

Share This Article


আরও ১২ জিম্মিকে মুক্তি দিল হামাস

বোমার চেয়ে রোগে মারা যেতে পারেন বেশি ফিলিস্তিনি

বিয়ের আসরেই বউ-শাশুড়িসহ ৪ জনকে গুলি করে হত্যা

আরও দুই দিন বাড়ল গাজা যুদ্ধবিরতির মেয়াদ

গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির দাবিতে হোয়াইট হাউজের সামনে অনশন

হামাসকে কখনই ধ্বংস করা সম্ভব হবে না : কাতারের প্রধানমন্ত্রী

এবার বরখাস্ত হলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে চায় হামাস

দ্বিতীয় দফায় ১৭ ইসরায়েলি জিম্মিকে ছাড়ল হামাস

আরও বাড়ছে হামাসের জনপ্রিয়তা, ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ!

বিরতির প্রথম দিন ১৯৬টি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে গাজায়

ইমরান খানের বিবাহবিচ্ছেদের বিরুদ্ধে করা আবেদন খারিজ