যে বিষয়টি পুতিন মানতে চান না, জানালেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইউক্রেনে আটকে থাকা শস্য বের করে নিয়ে আসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে চান তিনি। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, পুতিনের সঙ্গে কথা বললেও হয়ত লাভ হবে না।
ম্যাক্রোঁ জানিয়েছেন, শস্য নিয়ে কয়েক সপ্তাহ আগে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছিলেন। তাকে প্রস্তাব দিয়েছিলেন জাতিসংঘ শস্য বের করে নিয়ে আসার জন্য যে পরিকল্পনা দিয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী যেন কাজটি করা হয়।
কিন্তু প্রেসিডেন্ট পুতিন জাতিসংঘের কোনো পরিকল্পনা মানতে চান না বলে জানিয়েছেন ম্যাক্রোঁ।
এ ব্যাপারে গণমাধ্যম বিএফএম টিভিকে ফরাসি প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে খাদ্য নিরাপত্তা নিয়ে আমাদের কথা বলতে হবে। আর এই আলোচনা ন্যায়সঙ্গত হবে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে, ওডেসা থেকে শস্য বের করে নিয়ে আসতে।
তিনি আরও বলেন, কিন্তু আমি খুব বেশি আশা করি না। কারণ আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কয়েক সপ্তাহ আগে কথা বলেছিলাম। কিন্তু পুতিন এই বিষয়ের ওপর জাতিসংঘের কোনো পরিকল্পনা মানতে চান না।
সূত্র: আল জাজিরা