হাবিব উন নবীসহ বিএনপির ১৪ নেতা-কর্মীর ১৮ মাসের কারাদণ্ড

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪৫, সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৫ অগ্রহায়ণ ১৪৩০

এক বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয় আদালত। অর্থদণ্ডের টাকা অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাভোগ করতে হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলটির ১৪ নেতা-কর্মীকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। রাজধানীর নিউমার্কেট এলাকায় ২০১৫ সালের জানুয়ারিতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো ও তাদের কর্তব্য পালনে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় সোমবার এ রায় দেয়া হয়।

বিএনপি ও দলটির আরও ১৩ নেতা-কর্মীকেও একই দণ্ড দেয়া হয়েছে, যাদের মধ্যে আছেন দলের কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। আসামিদের অনুপস্থিতিতে ঢাকা মহানগর হাকিম ম. আতাউল্লাহ আদালতে এ রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডবিধির ১৪৩ ধারায় আসামিদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। ওই টাকা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করার নির্দেশ দেয় আদালত।

এর বাইরে দণ্ডবিধির ৩২৩ ধারায় আসামিদের এক বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয় আদালত। অর্থদণ্ডের টাকা অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাভোগ করতে হবে।

আদালতে আসামিদের পক্ষ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং তারা নিজেরাও অনুপস্থিত ছিলেন। এর ফলে বিচারক আসামিদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কারাদণ্ডের রায় দেন।

পলাতক আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে তাদের শাস্তি কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

ঢাকার অপর এক আদালত ২০১৩ সালের মে মাসে রাজধানীর তেজগাঁওয়ে অগ্নিসংযোগ মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতা-কর্মীকে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালত নীরবের উপস্থিতিতে এ রায় দেয়। নীরব বর্তমানে কারাগারে আছেন। মামলার পর থেকে বাকি ছয় আসামি পলাতক।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article