জয়ের ভবিষ্যদ্বাণী: যে কারণে অস্তিত্বহীন হবে বিএনপি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০০, রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৪ অগ্রহায়ণ ১৪৩০

দেশে ফিরেই বিএনপিকে একহাত নিলেন জয়। দলটিকে জঙ্গিবাদী আখ্যা দিয়ে এবারও তাদের ভোট না দেয়ার আহ্বান জানান।

আগামী ১০ থেকে ১৫ বছরে বাংলাদেশে বিএনপি বলে কোনো দল টিকে থাকবে না। দলটির অস্তিত্ব হারিয়ে গেলে দেশে সন্ত্রাসবাদী বা মৌলবাদী শক্তির চিহ্নও মুছে যাবে। শান্তি ফিরবে জনসাধারণের মাঝেও’।  গত ১৮ নভেম্বর সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সজিব ওয়াজেদ জয় বিদেশে থাকাকালে তাকে নিয়ে সীমাহীন গুজব রটিয়েছিলো বিএনপির প্রচার সেল। তবে সব অপপ্রচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশে ফিরেছেন বঙ্গবন্ধুর এই দৌহিত্র। তাই দেশে ফিরেই বিএনপিকে একহাত নিলেন জয়। দলটিকে জঙ্গিবাদী আখ্যা দিয়ে এবারও তাদের ভোট না দেয়ার আহ্বান জানান। এর পাশপাশি বিএনপি অস্তিত্বহীন হয়ে পড়বে বলেও ভবিষ্যদ্বাণী করেন তিনি।

এদিকে দেশে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী মনোনয়ন আর ইশতেহার নিয়ে ব্যস্ত ক্ষমতাসীনসহ বিভিন্ন রাজনৈতিক দল। তাদের মধ্যে চলছে উৎসবমুখর প্রস্তুতি। কিন্তু ভোটে না যাওয়ার গোঁ ধরে থাকা বিএনপি এখন রাজপথে। যে আন্দোলন শুধু রাজপথে যানবাহন পোড়ানো ও গুজব ছড়ানোতেই সীমাবদ্ধ।

এর আগে দশম-একাদশ নির্বাচনের আগেও এমন কর্মকাণ্ড চালিয়েছিল  বিএনপি-জামায়াত। কিন্তু দেশের মানুষই তাদের রুখে দিয়েছেন। তাই এবারও তেমন কিছু করতে পারবে না। কেননা ভোটের বাকি আর মাত্র কয়েকদিন। ঠিক এই সময়ে আন্দোলনের পথে হাঁটার মতো সময়ও নেই বিএনপির হাতে। আর নির্বাচনে না গেলে বিএনপি-জামায়াত এমনিতেই অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করেন অনেকেই।

Share This Article


নির্বাচনমুখী নেতাদের ঠেকাতেই বিএনপিতে বহিষ্কার আতঙ্ক!

ঢাকায় পিটার হাস: বিএনপিকে নির্বাচনে আনতে শেষ চেষ্টা

সপ্তম দফা অবরোধের ২৪ ঘন্টায় বিএনপির অগ্নিসন্ত্রাস

বাংলাদেশের প্রথম কিংস পার্টি কারা?

হিউইম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে 'বিবৃতি' বিক্রির অভিযোগ!

দ্বাদশ জাতীয় নির্বাচন: শেষ সময়ে সরব ভারত, নীরব যুক্তরাষ্ট্র

‘মাইনাস খালেদা’ থেকে এবার 'মাইনাস তারেক' ফর্মুলায় বিএনপি

বিএনপির ডাকা হরতাল-অবরোধ ব্যর্থ হচ্ছে যে কারণে

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল বদল!

আত্মগোপনে নেতারা: মাঠে নামতে নারাজ বিএনপি কর্মীরা!

না আন্দোলন, না নির্বাচন:সঠিক পথে নেই বিএনপি!

খালি মাঠে গোল নয়, বিএনপিকে নিয়েই নির্বাচনে যেতে চান মান্না!