‘ধুম’ সিনেমার পরিচালক সঞ্জয় গাধভি মারা গেছেন

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩৮, রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৪ অগ্রহায়ণ ১৪৩০

‘ধুম’ সিনেমা দিয়ে বলিউডে ধুম ফেলে দেয়া চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গাধভি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

 

রোববার (১৯ নভেম্বর) মুম্বাইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আর তিন দিন পরেই ছিল পরিচালকের জন্মদিন।

বিষয়টি নিশ্চিত করে পরিচালকের মেয়ে সঞ্জিনা জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।

তবে পরিচালকের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, হৃদরোগের কারণেই তার মৃত্যু হয়। পরিচালকের কোনও অসুস্থতা ছিল না।

এদিকে, ২০০০ সালে ‘তেরে লিয়ে’ ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি হয় সঞ্জয়ের। যশরাজ ফিল্মসের ব্যানারে ছবিটি তৈরি হয়। তার পর ‘ধুম’, ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’, ‘ধুম ২’-এর মতো সফল ছবি তৈরি করেছেন তিনি।

২০১২ সালে ‘আজব গজব লাভ’ ছবিটিও পরিচালনা করেছিলেন সঞ্জয়। এছাড়াও ২০০৮ সালে তার তৈরি ‘লাক’ সিনেমায় অভিনয়ও করেন সঞ্জয় দত্ত, ইমরান খান এবং মিনিশা লাম্বা।

বিষয়ঃ মুভি

Share This Article