রাষ্ট্রদূতদের সীমা স্মরণ করিয়ে দিলেন জয়

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:০৯, রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৪ অগ্রহায়ণ ১৪৩০

অনেকেই মৌলবাদী, জঙ্গীবাদীদের উস্কাচ্ছে। তাদের কথায় বেশি কান দেবেন না। এরমধ্যে বিদেশি অনেক রাষ্ট্রদূত নির্বাচনের আগে অনেক বেশি কথা বলেন। আর তখনই জ্বালাও-পোড়াও শুরু হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু পশ্চিমা দেশের কূটনৈতিকরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন, যা ভিয়েনা কনভেনশকে অনুসরণ করে না। ভিয়েনা চুক্তি অনুযায়ী বিদেশি কূটনীতিকরা কোন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেন না। তাদের কাজ হচ্ছে দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে কাজ করা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বেশ কিছু দেশের কূটনীতিকরা ভিয়েনা চুক্তি লঙ্ঘন করছেন।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কূটনৈতিকদের কয়েকবার শতর্ক করা হয়, মনে করিয়ে দেয়া হয় তাদের দায়িত্ব ও কাজের পরিধি। ১৮ নভেম্বর, সাভারে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠানে রাষ্ট্রদূতদের বিষয়টি আবারও মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, অনেকেই মৌলবাদী, জঙ্গীবাদীদের উস্কাচ্ছে। তাদের কথায় বেশি কান দেবেন না। এরমধ্যে বিদেশি অনেক রাষ্ট্রদূত নির্বাচনের আগে অনেক বেশি কথা বলেন। আর তখনই জ্বালাও-পোড়াও শুরু হয়। তার মানে মৌলবাদকে তারাই উস্কাচ্ছে। নির্বাচন যেদিন শেষ হবে সেদিন তারাও চুপ হয়ে যাবে।’

Share This Article


হিউইম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে 'বিবৃতি' বিক্রির অভিযোগ!

দ্বাদশ জাতীয় নির্বাচন: শেষ সময়ে সরব ভারত, নীরব যুক্তরাষ্ট্র

‘মাইনাস খালেদা’ থেকে এবার 'মাইনাস তারেক' ফর্মুলায় বিএনপি

বিএনপির ডাকা হরতাল-অবরোধ ব্যর্থ হচ্ছে যে কারণে

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল বদল!

আত্মগোপনে নেতারা: মাঠে নামতে নারাজ বিএনপি কর্মীরা!

না আন্দোলন, না নির্বাচন:সঠিক পথে নেই বিএনপি!

খালি মাঠে গোল নয়, বিএনপিকে নিয়েই নির্বাচনে যেতে চান মান্না!

তারিখ পেছানোর দাবি: নির্বাচনে আসতে আগ্রহী বিএনপি!

২৫ দিনে ৩১০ স্থানে ভাঙচুর,৩৭৬ অগ্নিসংযোগের পরও কমে এসেছে হরতালের প্রভাব

বাড়ছে মনোনয়নপত্র দাখিলের সময়: বদলাচ্ছে পরিস্থিতি!

যে কারণে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চায় যুক্তরাষ্ট্র