বিএনপিকে নির্বাচনে আনতে মেজর আখতারকে কে দায়িত্ব দিয়েছে?

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৪৭, রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৪ অগ্রহায়ণ ১৪৩০

ফায়দা লুটে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন মেজর আখতার। কেননা নেতৃত্ব সংকটে তৃণমূল বা ‘সংস্কারপন্থী’ নেতাদের ভুলভাল বুঝিয়ে নির্বাচনমুখী করার সুযোগ রয়েছে এখন।

দিনক্ষণ মাথায় নিয়ে যাত্রা শুরু করল ইসির ‘নির্বাচনী ট্রেন’। রোডম্যাপ ধরে গন্তব্যে পৌঁছাতে পুরোদমে নেমেছে আওয়ামী লীগ। কিন্তু এখনো উল্টো মেরুতে বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের হুইসেল বাজলেও চলছে সরকার পতনের আন্দোলন। তবে দলটিকে ভোটে আনতে মরিয়া বিএনপিরই ‘বহিষ্কৃত’ নেতা মেজর আখতারুজ্জামান। নিজের ব্যবসা টেকাতেই এমন কৌশল বাস্তবায়নে তিনি মাঠে নেমেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্রমতে, কয়েক কোটি টাকা খরচে নিজ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র বানাতে চান মেজর আখতার। এজন্য চলতি বছরের জুনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। সেই সময় আগ বাড়িয়েই বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব কাঁধে নেন সাবেক এই এমপি। এ নিয়ে কষেছেন নানান ছকও। এরই মধ্যে তার কথামতো দলটির অনেক ‘সংস্কারপন্থী নেতা’ ভোটের প্রস্তুতি নেয়া শুরু করেছেন। একই সঙ্গে ১২৫ নেতা নিয়ে গঠিত নতুন জোট ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’র ব্যানারে ভোটযুদ্ধে লড়তে চান বিএনপির নির্বাহী কমিটির সদস্য আহসান হাবিব ও ব্যারিস্টার ফখরুল।

একাধিক সূত্র বলছে, হরতাল-অবরোধ নিয়ে এখন রাজপথে ব্যস্ত ‘মূল’ বিএনপি। খালেদা জিয়াও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এছাড়া দলটির প্রথম সারির সব নেতাই এখন জেলে বা আত্মগোপনে। ঠিক এই সময়ে ফায়দা লুটে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন মেজর আখতার। কেননা নেতৃত্ব সংকটে তৃণমূল বা ‘সংস্কারপন্থী’ নেতাদের ভুলভাল বুঝিয়ে নির্বাচনমুখী করার সুযোগ রয়েছে এখন। আর এ কাজটি করতেই ‘সরকারকে’ জড়িয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন এই নেতা।

সমালোচকরা বলছেন, রাজনৈতিক দৃশ্যপটের সঙ্গে নিজের রূপ বদলে ফেলেন মেজর আখতার। স্বার্থ হাসিলে দলের শীর্ষ নেতাদেরও তিনি ছাড়েননি। অথচ তাকেই সরকার কাজে লাগাবে; যা কোনোদিনও হওয়ার মতো নয়। মূলত অসুস্থ খালেদার মুখ থেকে নির্বাচনে আসার ঘোষণা পেতেই তিনি এ ধরনের পথ বেছে নিয়েছেন বলেও মনে করছেন তারা।

Share This Article


নির্বাচনমুখী নেতাদের ঠেকাতেই বিএনপিতে বহিষ্কার আতঙ্ক!

ঢাকায় পিটার হাস: বিএনপিকে নির্বাচনে আনতে শেষ চেষ্টা

সপ্তম দফা অবরোধের ২৪ ঘন্টায় বিএনপির অগ্নিসন্ত্রাস

বাংলাদেশের প্রথম কিংস পার্টি কারা?

হিউইম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে 'বিবৃতি' বিক্রির অভিযোগ!

দ্বাদশ জাতীয় নির্বাচন: শেষ সময়ে সরব ভারত, নীরব যুক্তরাষ্ট্র

‘মাইনাস খালেদা’ থেকে এবার 'মাইনাস তারেক' ফর্মুলায় বিএনপি

বিএনপির ডাকা হরতাল-অবরোধ ব্যর্থ হচ্ছে যে কারণে

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল বদল!

আত্মগোপনে নেতারা: মাঠে নামতে নারাজ বিএনপি কর্মীরা!

না আন্দোলন, না নির্বাচন:সঠিক পথে নেই বিএনপি!

খালি মাঠে গোল নয়, বিএনপিকে নিয়েই নির্বাচনে যেতে চান মান্না!