রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছে

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৫০, শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

আগামী ৪০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিএনপি সরকার পতনে তাদের আন্দোলন জোরদার করার চেষ্টা করবে। তাই আওয়ামী লীগও সচেষ্ট হয়ে রাজপথে থাকবে।

বিএনপির অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এ সমাবেশ শুরু হয়।

এর আগে সমাবেশে অংশ নিতে ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

11

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, দলটির নেতারা মনে করেন আগামী ৪০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিএনপি সরকার পতনে তাদের আন্দোলন জোরদার করার চেষ্টা করবে।

12

তবে তারা মনে করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির আন্দোলন গতি হারাবে, কারণ নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর নির্বাচনকে ঝুঁকিতে ফেলার কোনো উপায় নেই। তাই আগামী সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের কঠোর নির্দেশনা জারি করেছে দলটি।

০০১

বিএনপির আন্দোলন কর্মসূচি শুরুর পর থেকে পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল। তবে মাঝে কিছুদিন কোনো পাল্টা কর্মসূচি দেয়নি আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকার ও নির্বাচনী তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসায় আবারও রাজপথে নিজেদের শক্তি দেখাতে মাসব্যাপী কর্মসূচি পালন করছে দলটি।

Share This Article


যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনী‌তি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই : পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির ভাইস চেয়ারম্যানের নৌকা প্রতীকে মনোনয়ন জমা

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

চোরাগোপ্তা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

জিপিওতে শিকড় পরিবহনে আগুন

বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে লড়বেন হিরো আলম

আকাশ আর পশ্চিমাদের দিকে তাকিয়ে আছে বিএনপি: তথ্যমন্ত্রী

মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো কিছু নেই: সচিব

ইইউর সঙ্গে আওয়ামী লীগও অংশগ্রহণমূলক-নিরপেক্ষ নির্বাচনে একমত

মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের সাতজনের মৃত্যুদণ্ড

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য : ইইউকে সিইসি

বাণিজ্য মন্ত্রণালয়ে ওয়াশিংটনের চিঠি