আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ইলিশ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৭, শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে গেছে তিন হাজার ২২৫ কেজি ইলিশ মাছ। আজ শুক্রবার দুপুরে তিনটি পিকআপ ভ্যানে করে এসব মাছ রফতানি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাছগুলো রফতানি করেছে ঢাকার যাত্রাবাড়ির রিপা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। সিঅ্যান্ডএফ এজেন্ট ছিলেন মেসার্স প্রীতম এন্টার প্রাইজ। প্রতি কেজি ১০ ডলার দামে এই মাছ রফতানি করা হয়।

দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সংকট দেখিয়ে ২০১২ সালের পরে ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয় সরকার। তবে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সু-সম্পর্ক বাড়াতে গত দুই দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রফতানি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ বছর ও দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

সিএন্ডএফ এজেন্ট মেসার্স প্রীতম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ মনির হোসেন বাবুল বলেন, পূজা উপলক্ষে বিশেষ অনুমতি সাপেক্ষে ইলিশ রফতানি করা হচ্ছে। এর মধ্য দিয়ে দু'দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। ৭৯টি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ রফতানির অনুমতি পেয়েছে। এরই আলোকে এ বন্দর দিয়ে ইলিশ রফতানি করা হলো।

Share This Article


প্রাণিসম্পদ খাতের ঋণসীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

১৭ দিনে রেমিট্যান্স এলো ১৩ হাজার ১২৪ কোটি টাকা

দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড

টিসিবির জন্য কেনা হচ্ছে ৩৪৫ কোটি টাকার তেল-ডাল

আজ থেকে টিসিবির পণ্য বিক্রয় শুরু, কার্ড ছাড়াও কেনা যাবে নিত্য পণ্য

কাল থেকে ৫০ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার

গতি ফিরছে প্রবাসী আয়ে, ১০ দিনে এলো ৭৯ কোটি ডলার

সরকার বিরোধী এজেন্ডা বাস্তবায়ন: সহিংসতার জেরে ২০০ পোশাক কারখানা বন্ধ!

বেশি দামে বাংলাদেশি পোশাক কিনবে বৈশ্বিক ক্রেতারা

সোনার দাম বেড়ে নতুন রেকর্ড

আয়কর সেবা মাস শুরু

হিমাগারে ২৬-২৭ টাকায় আলু বিক্রি নিশ্চিতে ডিসিদের নির্দেশ