বাংলাদেশের সঙ্গে সামরিক-অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে চান বাইডেন!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:১০, শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০

পুরো আয়োজনজুড়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনকে বেশ আন্তরিক দেখা যায়। তারা একসঙ্গে খাবারও খেয়েছেন। এর ফাঁকেই নয়াদিল্লিতে শেষ হওয়া জি-২০ সম্মেলনের সেই স্মৃতিচারণ করেন মার্কিন প্রধান।

জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন বিশ্বের বহু দেশের সরকারপ্রধান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কাটাচ্ছেন ব্যস্ত সময়। অধিবেশনের ফাঁকে অংশ নিয়েছেন জো বাইডেন আয়োজিত সংবর্ধনা বা নৈশভোজেও। আর তখনই দক্ষিণ এশিয়ার এই দেশ নিয়ে আশার বাণী শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কূটনৈতিক সূত্রে জানা যায়, বাংলাদেশের সঙ্গে সামরিক-অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে চান বলে জানান জো বাইডেন।

জানা গেছে, বিশ্বনেতাদের সম্মানে স্থানীয় সময় ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অবআর্টে এই আয়োজন করেন বাইডেন। অনুষ্ঠানে শেখ হাসিনাসহ বিশ্বের অনেক দেশের প্রধানরাই যোগ দেন। সেখানে অন্যান্য রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। তবে পুরো আয়োজনজুড়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনকে বেশ আন্তরিক দেখা যায়। তারা একসঙ্গে খাবারও খেয়েছেন। এর ফাঁকেই নয়াদিল্লিতে শেষ হওয়া জি-২০ সম্মেলনের সেই স্মৃতিচারণ করেন মার্কিন প্রধান। শেখ হাসিনার নেতৃত্ব নিয়েও প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়ে জো বাইডেন বলেছেন, ‘দুই দেশেরই বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশংসাও করেন তিনি। এছাড়া ক্ষতিকর আঞ্চলিক চ্যালেঞ্জ, উসকানি আর হুমকি মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সামরিক ক্ষেত্রে পরামর্শের ভিত্তিতে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

Share This Article


ফের ভূমিকম্পে কাঁপল ঢাকা

সব ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে হবে: পরিকল্পনামন্ত্রী

টাঙ্গাইলে জনপ্রতিনিধিকে হত্যার পরিকল্পনা ছিল সিরিয়াল কিলার সাগরের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লড়াইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

গন্তব্যে না পৌঁছা পর্যন্ত নির্বাচনি ট্রেন থামবে না : ওবায়দুল কাদের

সংসদ নির্বাচনে অংশ নিতে ২৭১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

১০২০ যাত্রী নিয়ে কক্সবাজার-ঢাকা ট্রেন চলাচল শুরু

এলো বিজয়ের মাস

নির্বাচনে অংশ নিচ্ছে ৩০ রাজনৈতিক দল

যুক্তরাষ্ট্র বললেই পোশাক রফতানি বন্ধ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

‘স্মার্ট বাংলাদেশ দিবস’ উদযাপন না করার সিদ্ধান্ত ইসির

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে যা বলল মার্কিন দূতাবাস