একহাজার কোটি টাকা ছাড়ালো পদ্মা সেতুর টোল!
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০২:০১, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০

উদ্বোধনের পর থেকেই প্রত্যাশার চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করছে পদ্মাসেতু দিয়ে। ফলে টোল আদায়ও হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি।
স্বপ্নের পদ্মা সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ তথ্য নিশ্চিত করেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী।
২০ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত সেতুতে টোল আদায় হয়েছে এক হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা।
গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই প্রত্যাশার চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করছে এই সেতু দিয়ে। ফলে টোল আদায়ও হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
সেতুটি দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বিষয়ঃ
বাংলাদেশ