বেগমজিয়ার অসুস্থতা নিয়ে চূড়ান্ত স্বার্থ আদায় করতে চাইছে বিএনপি!

- হার্টের সমস্যা, লিভারসিরোসিস আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহনানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।
- হার্টে ৭০ শতাংশের বেশিব্লক ধরা পড়েছে। তাই তার বাইপাস সার্জারি করানো প্রয়োজন। কিন্তু বাইপাস সার্জারিতে জটিলতা থাকায় রিং পরানোই শ্রেয়। চিকিৎসা বিজ্ঞানে এটাই সর্বোত্তম পদ্ধতি।
- আন্তর্জাতিক মানের ডাক্তারদের ওপর আস্থা না রেখে অপেশাদার, অদক্ষতা দলীয় ডাক্তারদের দিয়ে চিকিৎসা করাচ্ছেন। ফলে চিকিৎসা সেবা বিঘ্ন হচ্ছে এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না।
কারাবন্দিবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে চলছে নাটকীয়তা। দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও প্রতিহিংসার কারণেউন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন দলীয় নেতা-কর্মীরা। আর রাজনৈতিক বিশ্লেষকরাবলছেন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে দলের নীতি-নির্ধারকরা চূড়ান্ত স্বার্থ আদায় করতে চাইছে বলে।
সূত্রমতে, হার্টের সমস্যা, লিভারসিরোসিস আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহনানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।
হাসপাতালসূত্র জানায়, খালেদা জিয়ার হার্টে ৭০ শতাংশের বেশিব্লক ধরা পড়েছে। তাই তার বাইপাস সার্জারি করানো প্রয়োজন। কিন্তু বাইপাস সার্জারিতে জটিলতা থাকায় রিং পরানোই শ্রেয়। চিকিৎসা বিজ্ঞানে এটাই সর্বোত্তম পদ্ধতি। তবে খালেদা জিয়ার বেলায় এমনটি করা হয়নি। তার শারীরিক অবস্থা অবনতি হলে ডাক্তাররা রিং পরানোর পরামর্শ দিলেও বিএনপির দলীয় ডাক্তাররা সেটা আমলে নেননি। হাসপাতালের আন্তর্জাতিক মানের ডাক্তারদের ওপর আস্থা না রেখে অপেশাদার, অদক্ষতা দলীয় ডাক্তারদের দিয়ে চিকিৎসা করাচ্ছেন। ফলে চিকিৎসা সেবা বিঘ্ন হচ্ছে এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না।
বিশেষজ্ঞরাবলছেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বেগম জিয়া। অথচ তার অসুস্থতাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে দলটি। ফলে ধীরে ধীরে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন তারা।