গাড়ি মেরামত করবে বিআরটিসি, সাশ্রয় হবে কোটি টাকা

এ চুক্তির আওতায় আমাদের বর্জ্য ব্যবস্থাপনা ও দাফতরিক কাজে ব্যবহৃত গাড়িগুলো মেরামত করবে বিআরটিসি। প্রাথমিকভাবে চুক্তির আওতায় ১৫৭টি বর্জ্যের গাড়ি মেরামত করা হবে, ধীরে ধীরে চসিকের ৬০১টি গাড়ির সবগুলোই বিআরটিসি মেরামত করবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) মাধ্যমে যানবাহন মেরামত করিয়ে প্রতি বছর কয়েক কোটি টাকা সাশ্রয় করার আশা দেখছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
মঙ্গলবার দুপুরে টাইগারপাস চসিক কার্যালয়ে এ উপলক্ষে প্রতিষ্ঠান দুটির মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশের প্রথম সিটি কর্পোরেশন হিসেবে বিআরটিসির সঙ্গে গাড়ি মেরামতের জন্য চুক্তি স্বাক্ষর করেছে চসিক। বিআরটিসির মাধ্যমে চসিকের গাড়িগুলো সবচেয়ে সেরা মানের সেবা পাবে যা চসিকের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে। একই সঙ্গে সাশ্রয় হবে বিপুল রাজস্ব।
তিনি আরও বলেন, এ চুক্তির আওতায় আমাদের বর্জ্য ব্যবস্থাপনা ও দাফতরিক কাজে ব্যবহৃত গাড়িগুলো মেরামত করবে বিআরটিসি। প্রাথমিকভাবে চুক্তির আওতায় ১৫৭টি বর্জ্যের গাড়ি মেরামত করা হবে, ধীরে ধীরে চসিকের ৬০১টি গাড়ির সবগুলোই বিআরটিসি মেরামত করবে। ফলে আমাদের অনেকগুলো অচল গাড়ি সচল হবে এবং গাড়ির আয়ু বৃদ্ধি পাবে। এছাড়া বাহির থেকে কম সংখ্যক গাড়ি ভাড়া নিতে হবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান কাজ করায় গাড়ি মেরামতের ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে। এ চুক্তির ফলে চসিকের প্রতি বছর কয়েক কোটি টাকা সাশ্রয় হবে।