দেশকে অস্থিতিশীল করতে বিএনপি অটল: কৃষিমন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৯, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪ আশ্বিন ১৪৩০

আওয়ামী লীগ একটি সুসংগঠিত ঐতিহ্যবাহী দল। বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না, কোনোদিনই না। ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসতে হবে, জনগণের রায় মানতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশকে অস্থির করার জন্য বিএনপি অটল। দীর্ঘদিন ধরে তারা পদযাত্রা, বিক্ষোভ সমাবেশ একটার পর একটা করেই যাচ্ছে। কিন্তু কোনোটাতেই তারা সফল হয়নি। সরকারের পতন হয়নি। শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়নি বরং তারেক জিয়াই পালিয়ে বছরের পর বছর নির্লজ্জভাবে বিদেশে রয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা কমপ্লেক্সের উদ্বোধন শেষে গ্রিন হাউসে গমের ব্লাস্ট রোগ প্রতিরোধ ও জাত উদ্ভাবনসহ চলমান গবেষণা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০১৩ সাল থেকেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে। তখন অগ্নি-সন্ত্রাস, গাড়িতে আগুন, বিদ্যুতের লাইন কাটা, রেললাইন উপড়ে ফেলাসহ পুলিশকে থেঁতলে হত্যা করেছে বিএনপি-জামায়াত। ২০১৪ সালে নির্বাচনে না এসে একটানা ৯০ দিন হরতাল-অবরোধের নামে বাংলাদেশকে অচল করার চেষ্টা করেছিল। সর্বশেষ তাদের নেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের অফিসে বলেছিল, শেখ হাসিনার সরকারের পতন না হওয়া পর্যন্ত ও শেখ হাসিনা দেশ থেকে না পালানো পর্যন্ত তারা বিএনপির অফিস ছাড়বে না। ৯০ দিন শেষে ব্যর্থতার গ্লানি নিয়ে মুখে কালিমা মেখে খালেদা জিয়া ফিরে যায়।

আব্দুর রাজ্জাক বলেন, দেশকে অচল করার জন্য এখন তারা যে পথে যাচ্ছে তাতে তারা সফল হবে না। এভাবে চললে বিএনপির অস্তিত্বই থাকবে না বলে আমার মনে হয়। এছাড়া তারা যদি আগুন-সন্ত্রাস করতে চায় তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী মানুষের জানমালের নিরাপত্তায় অবশ্যই মোকাবিলা করবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি সুসংগঠিত ঐতিহ্যবাহী দল। বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না, কোনোদিনই না। ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসতে হবে, জনগণের রায় মানতে হবে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


নির্বাচনে বিদেশি পর্যবেক্ষণ কতটা জরুরি?

‘নির্বাচন পর্যবেক্ষণে কে এলো কে গেলো আমাদের দেখার বিষয় নয়’

নির্বাচন সুষ্ঠু হবে, মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়াকে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সামরিক-অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে চান বাইডেন!

আদিলুর–এলানের পক্ষে না দাঁড়াতে বিদেশিদের প্রতি ১৮১ বিশিষ্ট নাগরিকের আহ্বান

২০২৪ সালে হজে যেতে পারবেন কতজন, জানালো সরকার

নির্বাচন পর্যবেক্ষক ভুল পলিসি, অনেক দেশেই এটি নেই: পররাষ্ট্রমন্ত্রী

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে পাঁচ ক্ষেত্রে সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আরো ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই: পরিবেশমন্ত্রী

মহাসাগর নদী রক্ষায় বিবিএনজে'তে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর