এক ইলিশ ১৩ হাজার টাকায় বিক্রি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪৪, রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ২ আশ্বিন ১৪৩০

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ইলিশ ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার দুপুরে কুয়াকাটা মেয়র বাজারে ইলিশটি বিক্রি হয়।

ইদ্রিস নামের এক জেলের জালে ২ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়ে। নিলামে ১২ হাজার ৩৯ টাকায় তা কিনে নেন বশির গাজী নামে এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি পটুয়াখালীর এক ক্রেতার কাছে ১৩ হাজার টাকায় বিক্রি করেন।

গাজী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. বশির গাজী  বলেন, এত বড় ইলিশ এ বাজারে এখন খুব কম দেখা যায়। ইলিশটি আমি নিলামে কিনে এক হাজার টাকা লাভে ১৩ হাজার টাকায় বিক্রি করি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। এটি বছরে সরকারের দুইবার নিষেধাজ্ঞার সুফল।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article