যে অপরাধে অপরাধী অধিকার’র আদিলুর

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:২০, শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১ আশ্বিন ১৪৩০
আদিলুর রহমান খান শুভ্র
আদিলুর রহমান খান শুভ্র

অবশেষে দীর্ঘ দশ বছর পর গত ১৪ সেপ্টেম্বর আদিলুরকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত। এ মামলায় একই দণ্ডে দণ্ডিত হন অধিকারের পরিচালক এএসএম নাসির উদ্দিনও।

বছর দশেক আগে মাত্র চার ঘণ্টার জন্য সমাবেশের অনুমতি পায় হেফাজতে ইসলাম। কিন্তু দিন পেরিয়ে গেলেও শাপলা চত্বর ছাড়েননি দলটির নেতা-কর্মীরা। শুরু করেন তাণ্ডব আর জ্বালাও-পোড়াও। ফলে জনজীবনের নিরাপত্তায় তাদের সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অথচ সেদিনের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’; যার সম্পাদক হিসেবে রয়েছেন আদিলুর রহমান খান শুভ্র। এরপরও ক্ষান্ত হননি তিনি, অপতথ্য ছবি-ভিডিও দিয়ে লাগাতার গুজব রটান দেশে-বিদেশে।

এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলার পর একে একে বেরিয়ে আসে আদিলুরের সব অপকর্ম। এমনকি অধিকার’র চোখে ‘মৃতরাও’ জীবিত হয়ে ফিরে আসেন তদন্তে। অবশেষে দীর্ঘ দশ বছর পর গত ১৪ সেপ্টেম্বর আদিলুরকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত। এ মামলায় একই দণ্ডে দণ্ডিত হন অধিকারের পরিচালক এএসএম নাসির উদ্দিনও।

তথ্যমতে, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে আগুন-সন্ত্রাস চালান হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। কিন্তু সেদিন দলটির ৬১ জন প্রাণ হারিয়েছেন জানিয়ে একই বছরের ১০ জুন নিজেদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করে অধিকার। এর এক মাস পর ১০ জুলাই মৃতদের নাম-ঠিকানা চেয়ে তথ্য মন্ত্রণালয় চিঠি পাঠালেও জবাবে কিছুই দিতে পারেনি সংস্থাটি। মিথ্যা-বানোয়াট তথ্য প্রচার করায় আদিলুর ও নাসিরের বিরুদ্ধে মামলা করেন ডিবির তৎকালীন পরিদর্শক আশরাফুল ইসলাম। এরপর তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয় আদালতে।

ডিবি কর্মকর্তা আশরাফুল ইসলামের দেয়া ওই অভিযোগপত্রটি বিশ্লেষণ শেষে অধিকারের করা প্রতিবেদনে নিহতের তালিকায় বিভিন্ন অসংগতি উঠে আসে। সংস্থাটির প্রতিবেদনে একই ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে পাঁচবার। জীবিতকে মৃত হিসেবে দেখানো হয়েছে চারবার। বিচ্ছিন্ন ঘটনায় মৃতদের নামও আনা হয় এই তালিকায়। এমনকি কাল্পনিক নামও ছিল ১১ জনের। এভাবে ৬১ জনের মধ্যে অর্ধেকেরও বেশি নাম ছিল ভুয়া। অধিকারের উদ্দেশ্যপ্রণোদিত ওই প্রতিবেদন নিয়ে তখন ক্ষোভে ফুঁসে ওঠেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সমালোচনার মুখে পড়েন আদিলুরও।

সমালোচকরা বলছেন, ৬১ জনের প্রাণহানির তালিকা শুধু বাংলাদেশ নয়; গোটা বিশ্বের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন আদিলুর রহমান। আর অপরাধ করেছেন বলেই বিচারিক আদালতে তিনি সাজা পেয়েছেন।  আসলে মিথ্যা খবর ছড়িয়ে নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছিলেন অধিকার’র এই সম্পাদক। একই সঙ্গে ‘হিরো’ হতে চেয়েছেন সরকারবিরোধী রাজনৈতিক দলের কাছেও। কেননা তার ওই প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন গুজব ছড়ান সরকারবিরোধীরা।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


নির্বাচনে বিদেশি পর্যবেক্ষণ কতটা জরুরি?

‘নির্বাচন পর্যবেক্ষণে কে এলো কে গেলো আমাদের দেখার বিষয় নয়’

নির্বাচন সুষ্ঠু হবে, মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়াকে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সামরিক-অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে চান বাইডেন!

আদিলুর–এলানের পক্ষে না দাঁড়াতে বিদেশিদের প্রতি ১৮১ বিশিষ্ট নাগরিকের আহ্বান

২০২৪ সালে হজে যেতে পারবেন কতজন, জানালো সরকার

নির্বাচন পর্যবেক্ষক ভুল পলিসি, অনেক দেশেই এটি নেই: পররাষ্ট্রমন্ত্রী

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে পাঁচ ক্ষেত্রে সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আরো ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই: পরিবেশমন্ত্রী

মহাসাগর নদী রক্ষায় বিবিএনজে'তে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর