এবার আওয়ামী লীগের হয়ে খেলতে চান সাকিব!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২১, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩০ ভাদ্র ১৪৩০

সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। এ জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে মনোনয়নের জন্য গিয়েছিলেন তিনি। এর আগেও একাদশ জাতীয় নির্বাচনে সাকিব মাগুড়া-১ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। সেবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবকে খেলায় মনোযোগ দিতে বলেন।

এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। হঠাৎ তার এই ফেরা নিয়ে চলছে বিস্তর জল্পনা-কল্পনা। অনুমান করা হচ্ছিল, সাকিব কোনো অনুষ্ঠানে যোগ দেবেন। তেমনটা হয়েছেও।  তবে তার থেকেও গুরুত্বপূর্ণ একটি কাজ মাথায় নিয়ে দেশে ফিরেছেন সাকিব। 

জানা গেছে, দেশে ফিরেই গত ১১ সেপ্টেম্বর সংসদে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি। গুঞ্জন উঠেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।

জানা যায়, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন সাকিব। এরপর বিসিবি সভাপতি সংসদ অধিবেশনে যোগ দেন। তখন সাকিব অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রীর লবিতে। সন্ধ্যা সাড়ে ৭টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনে প্রবেশ করেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় সাকিবের। ২০ মিনিট পর সাকিব প্রধানমন্ত্রীর লবি থেকে বেরিয়ে আসেন। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। এ জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে মনোনয়নের জন্য গিয়েছিলেন তিনি। এর আগেও একাদশ জাতীয় নির্বাচনে সাকিব মাগুড়া-১ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। সেবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবকে খেলায় মনোযোগ দিতে বলেন।
 

বিষয়ঃ তারকা

Share This Article


একহাজার কোটি টাকা ছাড়ালো পদ্মা সেতুর টোল!

ইউনুস ইস্যুতে 'অ্যামনেস্টি' কেন শ্রম আইনকে শ্রমিক অধিকার রক্ষার হাতিয়ার মনে করেনা?

বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ড বিভ্রান্তিমূলক প্রচারণা: ইইউ রিপোর্টার

‘তৃণমূল বিএনপি’: নতুন আতঙ্কে ‘আসল বিএনপি’

বেগমজিয়ার অসুস্থতা নিয়ে চূড়ান্ত স্বার্থ আদায় করতে চাইছে বিএনপি!

‘কাঁধে কাঁধ’ মিলিয়ে সংকট মোকাবিলার প্রত্যয় মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া’র!

বাইডেনের নৈশভোজে শেখ হাসিনা : নাটকীয় কিছু ঘটবে কি?

বিএনপির লাগাতার অবরোধ কর্মসূচী: নতুন শঙ্কায় ঢাকাবাসী

ড. ইউনূসের নোবেল অবৈধ: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ!

বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে রেজা কিবরিয়ার কটূক্তি : নিন্দার ঝড়

‘তারুণ্যের রোডমার্চ’ নামেও বিএনপির আগুন-সন্ত্রাস!

পুনরায় ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: কৌশল পরিবর্তন জামায়াতের!