সাড়ে ৫ ঘণ্টা পর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ সকাল ১০:২৩, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩০ ভাদ্র ১৪৩০

সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের আগুন সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তবে ঘটনাস্থলে থাকা দুজন ব্যবসায়ী জানিয়েছেন, এখনও মার্কেটের ভেতরে অনেক দোকানের মধ্যে আগুন জ্বলছে। তারা আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছেন। মালামাল বাঁচানোর শেষ চেষ্টাটুকু তারা করছেন।
ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে কৃষি মার্কেটে। ফায়ার সার্ভিসের ১৭টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সঙ্গে যোগ দেয় র্যাব, বিজিবি ও বিমান বাহিনী।
আগুনে কয়েকশ দোকান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।