দুর্নীতি: চায়না লাইফ ইন্স্যুরেন্সের সাবেক প্রধানের যাবজ্জীবন

দুর্নীতির মামলায় চায়না লাইফ ইন্স্যুরেন্সের সাবেক প্রধান ওয়াং বিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
বিবিসির বুধবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চীনে আর্থিক খাতে দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের মধ্যে সর্বশেষ কারাদণ্ড পাওয়া ব্যক্তি হলেন ওয়াং।
চায়না লাইফ ইন্স্যুরেন্সের সাবেক প্রধানকে দেয়া রায়ের একটি কপি পেয়েছে বিবিসি। এতে দেখা যায়, দুই বছর ছাড় দিয়ে ওয়াংকে মৃত্যুদণ্ড দেয়া হয়। দুই বছর পর তার এ মৃত্যুদণ্ডের সাজা যাবজ্জীবনে পরিণত হবে।
রায়ে বলা হয়, কারাগারে থাকার সময় প্যারোলে মুক্তি পাবেন না ওয়াং।
চলতি বছরের এপ্রিলে চীনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর জানিয়েছিল, আর্থিক খাতে কঠোর অবস্থান শেষ হতে অনেক বাকি।
বিবিসি জানায়, সাড়ে ৩২ কোটি ইউয়ান ঘুষ নেয়ার দায়ে ওয়াংকে দোষী সাব্যস্ত করে পূর্ব চীনের শ্যানদং প্রদেশের জিনানের একটি আদালত।
বিদেশে গচ্ছিত ৫ কোটি ৪২ লাখ ইউয়ানের তথ্য গোপন করায় চায়না লাইফ ইন্স্যুরেন্স কমিউনিস্ট পার্টির প্রধান ওয়াংকে এক বছরের কারাদণ্ডও দেয়া হয়।